ইন্দ্রাণী সরকার, কলকাতা: সমস্ত চাকরি-প্রার্থীদের জন্য রয়েছে খুশির খবর। সম্প্রতি পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর পক্ষ থেকে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সমস্ত প্রার্থীরা গভর্নমেন্ট জব খুঁজছিলেন তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। PGCIL সম্প্রতি নির্দিষ্ট পোস্টের জন্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রাপ্ত প্রার্থীদের করতে চলেছে নিয়োগ। তাই সমস্ত ইচ্ছুক প্রার্থীরা সময় শেষের আগেই করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা রয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
PGCIL নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরিপ্রার্থীদের মোটা বেতনের সুযোগ রয়েছে। এবার দেখে নেব এক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীদের যোগ্যতা কি লাগবে, বয়স সীমা কী থাকতে হবে, বেতন কত করে দেবে, আবেদন পদ্ধতি কি রয়েছে ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়।
পদের নাম ও শূন্য পদ সংখ্যা
সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে Executives পদে নিয়োগ করা হবে। যার জন্য মোট শূন্য পদ সংখ্যা ধার্য করা হয়েছে ১১৫ টি। এই শূন্য পদ সংখ্যার মধ্যে Manager (Electrical) পদের জন্য শূন্য পদ সংখ্যা রয়েছে ৯ টি, Dy. Manager (Electrical) পদের জন্য শূন্য পদ সংখ্যা রয়েছে ৪৮ টি এবং Asstt. Manager (Electrical) পদের জন্য শূন্য পদ সংখ্যা রয়েছে ৫৮ টি।
বয়স সীমা
এক্ষেত্রে বিভিন্ন পদ অনুযায়ী প্রার্থীদের বয়স ভিন্ন ভিন্ন হতে হবে। যেমন ম্যানেজার পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা রয়েছে ৩৯ বছর, ডেপুটি ম্যানেজার পদের ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা রয়েছে ৩৬ বছর, এবং এসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে। প্রার্থীদের বয়স হিসেব করতে হবে ১২/৩/২০২৫ তারিখ অনুযায়ী। এছাড়া রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমায় ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
উপরোক্ত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৬০% নম্বর বা সমমানের সিজিপিএ সহ ইলেকট্রিক্যাল বিভাগে পূর্ণকালীন B.E./ B.Tech/ B.Sc (Engg.) ডিগ্রি করা থাকতে হবে।
আবেদন মূল্য
এক্ষেত্রে আবেদন করতে গেলে নির্দিষ্ট ক্যাটাগরি প্রার্থীদের নির্ধারিত কিছু মূল্য আবেদন মূল্য হিসেবে দিতে হবে। যেমন SC, ST, PwBD, Ex-servicemen ক্যাটাগরি প্রার্থীদের কোনরকম আবেদন মূল্য দিতে হবে না। তবে অন্যান্য সমস্ত ক্যাটাগরি প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৫০০ টাকা করে দিতে হবে।
বেতন সীমা
এক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা এবং চাকরি অনুযায়ী বেতন সীমা ভিন্ন ভিন্ন রয়েছে। তবে প্রার্থীদের চাকরি পাওয়ার পর প্রতি মাসে ৬০,০০০ টাকা থেকে ২,২০,০০০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হল ১৮/২/২০২৫ এবং আবেদনের শেষ তারিখ হল ১২/৩/২০২৫।
নিয়োগ প্রক্রিয়া
এক্ষেত্রে সমস্ত আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র যাচাই-বাছাই, নথি যাচাই এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের উপর ভিত্তি করে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি
এক্ষেত্রে সমস্ত ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিতে হবে।যদি প্রার্থী অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য হয়ে থাকে তাহলে অ্যাপ্লাই লিঙ্ক খুঁজে সেখানে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন তারপর লগইন করে সম্পূর্ণ আবেদন পত্রটি পূরণ করতে হবে সঠিক তথ্য দিয়ে। সঙ্গে আবেদনমূল্য জমা এবং প্রয়োজনীয় ডকুমেন্ট এর ফটোকপি স্ক্যান করে আপলোড করতে হবে। শেষে সব ঠিকঠাক আছে কিনা পুনরায় চেক করে ফাইনাল সাবমিট করতে হবে। আর সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সমাপ্ত করার পর আবেদন পত্রের একটি প্রিন্ট আউট অবশ্যই নিজের কাছে রেখে দিতে হবে।
Official Notification | Download |