বেকারত্ব হল আমাদের দেশের একটি বড় সমস্যা। সেই বেকারত্ব কমানোর জন্যই দেশের প্রধানমন্ত্রী একটি প্রকল্প চালু করতে চলেছে। দেশের বেকার যুবক-যুবতীদের কাজের ব্যবস্থা করে দিতে এই প্রকল্পের কথা জানিয়েছে কেন্দ্র আর এই প্রকল্পের নাম দিয়েছে PM Internship Scheme। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চলতি বছরের বাজেট পেশ করার সময় এর প্রকল্পের কথা জানিয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের বিভিন্ন কোম্পানিতে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে চাকরির ব্যবস্থা করে দেবে। আগামী পাঁচ বছরের মধ্যে ১ কোটি যুবক যুবতী যুবক-যুবতীকে বিভিন্ন কোম্পানিতে প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছেন।
তবে বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের জন্য খরচ বহন করতে হবে সেই সমস্ত কোম্পানিগুলিকে। এই প্রশিক্ষণ চলাকালীন তারা একটা ভাতাও পাবে যা বাজেটের উল্লেখ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আরো জানানো হয়েছে যে দেশের সেরা ৫০০ টি কোম্পানিতে ওই যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। প্রথম ১২ মাসের জন্য এই সুবিধা দেওয়া হবে তাদের এবং সেই সঙ্গে ভাতাও দেওয়া হবে প্রতি মাসে ৫,০০০ টাকা করে। এছাড়াও এককালীন ৬,০০০ টাকা করেও দেওয়া হবে তাদের।
PM Internship Scheme আবেদন পদ্ধতি
এই প্রকল্পে প্রশিক্ষণের মাধ্যমে চাকরি পাওয়ার জন্য আপনাদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে বলবে বলে জানানো হয়েছে। তবে সে আবেদন কবে থেকে এবং কোথায় করতে হবে সেটা এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে ২১ থেকে ২৪ বয়সীরা এখানে আবেদন করতে পারবে বলে জানা গেছে। এক্ষেত্রে যে সমস্ত চাকরিপ্রার্থীরা যারা বেকার এবং পুরো সময়ের পড়ুয়া নন তারাই আবেদন করতে পারবে। IIT, IIM, IISER ডিগ্রি যাদের আছে বা যাদের মা-বাবা সরকারি চাকরি করেন সে সমস্ত পরিবারের ছেলেমেয়েরা এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবে না।