PM Svanidhi Yojana 2024: আমাদের সঠিকভাবে বেঁচে থাকতে হলে টাকার খুব প্রয়োজন। আর মধ্যবিত্ত মানুষের পকেটে সব সময় টান পড়েই থাকে, আর তখন মাথার চিন্তা ঘোরাফেরা করে। সেই সময় আমরা সমস্যা থেকে বাঁচতে হলে আমরা ঋণকেই প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করি। সেই ঋণ কিন্তু পরে কখনো কখনো ডেকে আনে মহাবিপদ। ঠিক এই দিকেই লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী এই স্বনিধি যোজনা চালু করেছেন। স্বানিধি যোজনা কি? কত টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়? কারা কারা ঋণ পাবে এই সমস্ত একাধিক বিষয় জানতে হলে আমাদের এই আবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন।
সুচিপত্র
স্বনিধি যোজনা (PM Svanidhi Yojana) কী?
স্বনিধি যোজনা হল একটি যোজনা যার মাধ্যমে সরকার ঋণ (loan) দেয়। এই যোজনাটি প্রধানমন্ত্রী চালু করেছেন। কেন্দ্রীয় সরকারের স্বনিধি যোজনা প্রকল্পে কোন গ্যারান্টি ছাড়াই লোন নিতে পারে সাধারণ মানুষ। এই ঋণ প্রদান করেন কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরিদ্বীপ সিং।
যোজনার উদ্দেশ্য
করোনার সময় দেশের ফুটপাতের ক্ষুদ্র বিক্রেতাদের কথা ভেবেই কেন্দ্র সরকার এই প্রকল্প শুরু করেন। এই প্রকল্পে তিনটি মূল উদ্দেশ্য হলো বিক্রেতাদের স্বনির্ভরতা দান করা, আত্মসম্মান দান করা, এবং কর্মসংস্থান দেওয়া।
ঋণের পরিমাণ
শুক্রবার প্রধানমন্ত্রী এই যোজনা সাফল্যের কথা তুলে ধরেন। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৬০.৯৪ লক্ষ রাস্তার বিক্রেতাদের ১০৬৭৮ কোটি টাকার ৮০.৮২ লাখের বেশি ঋণদান করা হয়েছে।
এই প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তিতে ১০ হাজার টাকা পর্যন্ত এবং পরবর্তী উপস্থিতিতে ২০০০০ টাকা পর্যন্ত এবং তৃতীয় কিছু যে ৫০০০০ টাকা পর্যন্ত নিতে পারেন গ্রাহকরা। এই প্রকল্পে আরেকটি সুবিধা হচ্ছে কোন সমস্যাতে সরকার গ্যারান্টি সমেত এর ঋণ আপনাকে দেবে।
আরও পড়ুন: পোস্ট অফিসে টাকা রাখলে হবে দ্বিগুণ, জানুন স্কিমে কি কি সুবিধা রয়েছে
কারা কারা পাবে ঋণ?
আমরা বিপদের সম্মুখীন হলে লোনের চিন্তা করি আর অন্য জায়গা থেকে লোন নিলে সুদের চড়া হার হয়। তাই সরকার এর বিকল্প ব্যবস্থা হিসেবে তৈরি করেছে এই স্বনিধী যোজনা। এই প্রকল্পের মাধ্যমে কোটি কোটি গরীব এবং মধ্যবিত্ত মানুষেরা তাদের নিজস্ব কাজের প্রয়োজনে এই লোন নিতে পারবেন।
এই যোজনার বিষয়ে যদি আপনি আরব বিস্তারিত জানতে চান তাহলে অফিশিয়াল ওয়েবসাইটে অবশ্যই ঘুরে দেখতে পারেন। আর আপনি যদি এই যোজনার দ্বারা লোন নিতে চান তাহলে আজই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্টার করান।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Visit Now |
Toll Free Number | 1800 11 1979 |
সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।