PM Vishwakarma Yojana: জানুন কী এই যোজনা, কিভাবে উপকৃত হবেন আপনি?

মূলত দেশে সমস্ত কারিগরদের কথা ভেবেই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পটি চালু করেছে। আমাদের দেশে অনেক মানুষ রয়েছে যারা বংশ-পরম্পরা ভাবে কারিগর। যে সমস্ত মানুষ প্রথাগত ভাবে শিল্পের কাজ করে আসছে তাদের কর্মপদ্ধতি এবং জীবন যাপনের মান উন্নয়নের জন্য এবং কাজের আধুনিকীকরণ, এবং কাজের স্বীকৃতি দিতেই এই প্রকল্পটি চালু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের মাধ্যমে সমস্ত কারিগরা আর্থিক সাহায্য ছাড়া আরও অনেক কিছু সুবিধা পাবে। আপনিও যদি কোন কিছুর কারিগর হয়ে থাকেন তাহলে আপনিও এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারেন।

বিশ্বকর্মা যোজনা উদ্দেশ্য?

কেন্দ্র সরকার মূলত দেশের ঐতিহ্যবাহী শিল্পী এবং কারিগরদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য এ প্রকল্প চালু করেছে। এই প্রকল্পটি মাধ্যমে প্রথমে শিল্পীদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারপর কারিগরদের বিভিন্ন রকম সরঞ্জাম কেনার জন্য ঋণ প্রদান করা হয়। সেই সময় কিন্তু তারা ভাতা পায়। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে ঐ সমস্ত কারিগরদের যারা পয়সার জন্য নিজের ব্যবসাকে বড় বা প্রতিষ্ঠিত করতে পারে না তাদের জন্য নতুন সরঞ্জাম এবং প্রযুক্তি কিনতে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সাহায্য করে। এই প্রকল্পে কারিগর এবং আবেদনকারীরা ১ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে এবং তাদের যখন উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হবে তখন তাদের ১৫০০০ টাকা আর্থিক সাহায্য করা হবে। বিভিন্ন কারিগররা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে ৭ শতাংশ ঋণে টাকা, দুটি পর্যায়ে তিন লাখ টাকা পর্যন্ত ঋণ ৫ বছরের জন্য পেতে পারে।

কারা কারা বিশ্বকর্মা প্রকল্পে আবেদন করতে পারবে?

বিশ্বকর্মা প্রকল্প হল কেন্দ্রীয় ক্ষুদ্র শিল্পের মন্ত্রকের অধীনে থাকা একটি প্রকল্প। যে সমস্ত কারিগড় বিশ্বকর্মা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, যেমন দর্জি, মালাকার, রাজমিস্ত্রি, চর্মকার, কুম্ভকার, স্বর্ণশিল্প, কামার, মৃৎশিল্প এইরকম আরো ১৮ টি পেশার সঙ্গে জড়িত মানুষ বা কারিগর এ প্রকল্পে সুবিধা পাবে।

কি কি যোগ্যতা থাকতে হবে?

  • বিশ্বকর্মা প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • আবেদনকারীদের বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
  • যেকোনো কারিগর এক্ষেত্রে আবেদন করতে পারবে।
  • তবে কারিগরদের নিজেদের কাজের উপর কিন্তু দক্ষতা থাকতে হবে।

কিভাবে বিশ্বকর্মা প্রকল্পে আবেদন করবেন?

এক্ষেত্রে আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে।

  • সবার প্রথমে আবেদনকারীকে pmvishwakarma.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
  • সেখানে গিয়ে সবার প্রথমে আবেদনকারীকে রেজিস্ট্রেশন করতে হবে।
  • তারপর সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্র ফিলাপ করে দিলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
  • এক্ষেত্রে কিন্তু আবেদনকারীর জাতি শংসাপত্র, বিপিএল কার্ড, আধার কার্ড, বাসস্থানের প্রমাণপত্র, মোবাইল নম্বর, ব্যাংক একাউন্টের তথ্য, এই সমস্ত নথি দিতে হবে।

আরও পড়ুন: Ayushman Bharat প্রকল্পের মাধ্যমে পাবেন বিনা মুল্যে চিকিৎসার সুযোগ

বিশ্বকর্মা যোজনা হেল্পলাইন নম্বর

Toll-Free Number18002677777 and 17923
Sumi Roy

সুমি ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের সহ প্রতিষ্ঠাতা। সুমির সংবাদ জগতে তিন বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। সে সরকারি প্রকল্প বিষয় বস্তু সম্পর্কিত খবর তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। সুমি সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।

শেয়ার করুন: