PM WANI Wifi Scheme: কেন্দ্র সরকার দেশের নাগরিকদের সুবিধার জন্য ফ্রিতে wifi দেওয়ার সুবিধা দিতে চলেছে। যে প্রকল্পের মাধ্যমে এই Free wifi দেবে সে প্রকল্পটির নাম হলো PM WANI। আজকের এই প্রতিবেদনে PM WANI যোজনা কি? এর উদ্দেশ্য কি? কারা কারা পাবে? সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
সুচিপত্র
PM WANI যোজনা কি?
বর্তমানে ইন্টারনেটের প্রয়োজনীয়তা যে কি সবাই বুঝে গেছে। সবার হাতেই প্রায় অ্যান্ড্রয়েড ফোন থাকে, তাই কমবেশি সকলেই ইন্টারনেট ব্যবহার করে থাকে। যেকোনো কাজের ক্ষেত্রে কিন্তু এখন ইন্টারনেট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। ডিজিটাল ইন্ডিয়া হওয়ার পর আমাদের দেশের সরকার এখন আমাদের দেশের নাগরিকদের wifi সুবিধা দিতে চলেছে। ভারত সরকার ইন্টারনেটের প্রয়োজনীয়তা মাথায় রেখেই এই PM WANI যোজনা শুরু করেছে। PM WANI এর পুরো নাম হল প্রাইম মিনিস্টার ওয়াইফাই অ্যাক্সেস ইন্টারফেস। বর্তমানে PM WANI যোজনার মাধ্যমে আমাদের দেশের পাবলিক wifi নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে wifi এর মাধ্যমে দেশের সব নাগরিকদের কাছে ইন্টারনেট পৌঁছে দেওয়া হবে, সরকার এটিকে ওয়াই-ফাই বিপ্লব বলে অভিহিত করেছে।
PM WANI প্রকল্পের উদ্দেশ্য
PM WANI যোজনার মূল উদ্দেশ্য হলো পাবলিক প্লেসে wifi হটস্পট এর সুবিধা প্রদান করা। wifi হটস্পট সুবিধা প্রদানের জন্য সারা ভারতে পাবলিক ডেটা সেন্টার খোলা হবে। এবং এর জন্য কোন লাইসেন্স ফি বা রেজিস্ট্রেশনও লাগবে না। সরকার মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষদের সহজে তাদের ব্যবসার প্রসার ঘটানোর জন্যই এই প্রকল্পটি চালু করেছে। এতে তাদের আয়ও বাড়বে এবং তাদের জীবনযাত্রার উন্নতি হবে। এ যোজনার অন্যতম উদ্দেশ্য হলো ডিজিটাল ইন্ডিয়া প্রচার করা এবং এটি স্বনির্ভর ভারতকে উন্নীত করবে।
তিন ধাপে বিনামূল্যে wifi সুবিধা দেওয়া হবে
- প্রথম পর্যায়ে ব্যবসায়ীরা Airtel, Jio বা অন্য কোন নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট সুবিধা পেতে পারেন।
- দ্বিতীয় ধাপে পাবলিক ডেটা অফিস যা সবাইকে ইন্টারনেট প্রদানের সহায়তা করবে।
- শেষ পর্যায়ে সাধারণ নাগরিকরা একটি অ্যাপের মাধ্যমে এই ইন্টারনেট ওয়াইফাই এর সুবিধা নিতে পারবে।
PM WANI Yojana কী ভাবে কাজ করবে?
- এই স্কিমটি পরিচালনা করার জন্য যে কোন একটি দোকানকে ডাটা অফিস বানাতে হবে।
- তারপর সাত দিনের মধ্যে সরকার ফ্রি ডাটা সিস্টেমের জন্য কেন্দ্র খোলার অনুমতি দিবে।
- পাবলিক ডাটা এগ্রিগেটরের কাজ হবে অনুমোদন এবং একাউন্টিং দেখাশোনা করা।
- এই পাবলিক ডেটা অফিসের জন্য কোন লাইসেন্স কোনো নিবন্ধ এবং কোন টাকা জমা দিতে হবে না।
- তিন স্তরের ব্যবস্থার মাধ্যমে দেশের সকল নাগরিকদের wifi মাধ্যমে ইন্টারনেট প্রদান করা হবে।
PM WANI যোজনার সুবিধা ও বৈশিষ্ট
- এই যোজনার মূল উদ্দেশ্য হলো ফ্রিতে সমস্ত নাগরিকদের ইন্টারনেট প্রদান করা।
- এটি হলো কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত একটি প্রকল্প যার উপর সরকার প্রায় ১১০০০ কোটি টাকার বাজেট নিশ্চিত করেছে।
- প্রধানমন্ত্রী বাণী যোজনা মাধ্যমে দেশের সমস্ত পাবলিক প্লেসে wifi এর সুবিধা দেওয়া হবে।
- এই প্রকল্পের মাধ্যমে সারা দেশে পাবলিক ডেটা সেন্টার খোলা হবে। সেখান থেকে সকলে বিনামূল্যে wifi এর সুবিধা পাবে।
- এই wifi স্কিমের মাধ্যমে মানুষের ব্যবসার উন্নতি হবে যার ফলে আয় বাড়বে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং জীবন যাত্রা উন্নতি হবে।
- এক্ষেত্রে পাবলিক ডেটা সেন্টার খোলার জন্য কোন আবেদন ফি বা রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।
- তবে পাবলিক ডেটা অফিস খোলার জন্য সমস্ত প্রদানকারীদের টেলিযোগাযোগ বিভাগে নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক।
- এই প্রকল্পটি কেন্দ্রীয় মন্ত্রীসভা দ্বারা অনুমোদিত হয়েছে ৯ ডিসেম্বর ২০২০ সালে।
- এই স্কীমটি প্রধানমন্ত্রী ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইনিশিয়েটিভ নামে পরিচিত।
PM WANI যোজনার wifi সংযোগ কিভাবে পাবেন?
- এক্ষেত্রে সবার প্রথমে সরল সঞ্চার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে।
- তারপর কেন্দ্রীয় রেজিস্ট্রিতে সাইন আপ করতে হবে।
- কেন্দ্রীয় রেজিস্ট্রিতে লগইন আইডি দিয়ে লগইন করতে হবে।
- তারপর এক এক করে সার্টিফিকেশন এর জন্য আবেদন করতে হবে।
- বৈধ নিরাপত্তা শংসাপত্র যোগ করতে হবে।
- ওয়াইফাই হটস্পট এর বিবরণ যোগ করতে হবে।
- অবশেষে PM WANI পদ্ধতি অনুযায়ী ক্যাপটিভ পোর্টাল এবং প্রমাণিকরণ URL যোগ করতে হবে।
একজন কিভাবে পাবলিক ডেটা অফিস খুলতে পারে?
এবার সবার মনে একটাই প্রশ্ন জাগবে যে কিভাবে একজন প্রধানমন্ত্রী বাণী যোজনার অধীনে পাবলিক ডেটা অফিস খুলতে পারে? আসলে প্রতিটি পাবলিক প্লেস বা গ্রাম পঞ্চায়েতে পাবলিক ডেটা অফিস খোলা হবে এবং সেই অফিস নিজেই wifi হটস্পট এর প্রধান কেন্দ্র হবে। এই অফিস থেকেই গ্রামের প্রতিটি মানুষকে wifiএর সুবিধা দেওয়া হবে তবে এক্ষেত্রে পাবলিক ডেটা অফিস খুলতে হলে আপনাকে টেলিকমিউনিকেশন বিভাগে নিবন্ধিত হতে হবে।
আরও পড়ুন: কন্যা সন্তান থাকলেই পাবেন ১,০০০ টাকা করে এই প্রকল্পে, এখুনি আবেদন করুন
ডেটা অফিস খোলার জন্য কি কোন খরচ আছে?
সরকার এই স্কিমের মূল পয়েন্টটি রেখেছেন নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো ফি। এই স্কিমের অধীনে আপনাকে কোন ধরনের রেজিস্ট্রেশন, কোন ধরনের লাইসেন্স বা কোন ধরনের রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। এই স্কিমের মাধ্যমে ডেটা অফিস খোলার জন্য আবেদনকারীকে শুধুমাত্র টেলিকমিউনিকেশন বিভাগে রেজিস্ট্রেশন করতে হবে। শীঘ্রই CSC মাধ্যমে PM WANI যোজনা অধীনে পাবলিক ডেটা অফিস খোলার জন্য প্রক্রিয়া শুরু হবে। ইচ্ছুক প্রার্থীরা, ডেটা অফিস খোলার প্রক্রিয়া শুরু হলে নিজের দোকানকে wifi হটস্পট এর প্রধান কেন্দ্র হিসেবে বানাতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট | PM WANI |
সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।