প্রতি মাসে নিশ্চিত আয়! পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করুন

Published on:

Post Office Monthly Income Scheme

অমিত সরকার, কলকাতা: বর্তমান সময়ে যাদের অনেক টাকা রয়েছে তারা সবসময় বিনিয়োগের কথা চিন্তা করে। আর বিনিয়োগের কথা মাথায় আসলে সাধারণত শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, কিংবা ব্যাংকের ফিক্সড ডিপোজিটের কথা মনে পড়ে সকলের। কিন্তু এমন অনেক বিনিয়োগ স্ক্রিম রয়েছে যেখানে ঝুঁকি কম অথচ প্রতি মাসে নিশ্চিত সুদ পাওয়া যায়। এবার দেখে নেব কি এই পোস্ট অফিসের মাসিক আয় স্কিম (Post Office MIS Scheme)।

এই স্ক্রিমের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এখানে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণে সুদ পায়। যদি কোন ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে মিলে জয়েন্ট একাউন্ট খুলে তাহলে প্রতি মাসে ৯২৫০ টাকা করে আয় করা যায় এই স্কিম থেকে।

কেমন এই পোস্ট অফিসের স্কিম?

পোস্ট অফিসের এই স্কিমটি মূলত একটি ফিক্সড ডিপোজিট এর মত। যেখানে নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে পাওয়া যায়। তবে এখানে মূল পার্থক্য হল সাধারণ ব্যাংকের মতো একবারে সুদের জায়গায় প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণে সুদ পাওয়া যায়।

ধরুন কোন ব্যক্তি যদি এই পোস্ট অফিসের এই স্কিমে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করে, তাহলে প্রতিমাসে ৯২৫০ টাকা সুদ পাবে। এই সুদ ব্যক্তি চাইলে সরাসরি নিজের ব্যাংক একাউন্টে নিতে পারে। এই স্কিমের পাঁচ বছর পূর্ণ হওয়ার পরই 15 লক্ষ টাকা ফেরত পায় অর্থাৎ আপনি পাঁচ বছর ধরে প্রতিমাসে নির্দিষ্ট আয় পাবেন পাশাপাশি আপনারা আসল বিনিয়োগ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।

আরও পড়ুন: কন্যাশ্রী প্রকল্পে বড় দুর্নীতি! কীভাবে ধরা পড়ল প্রতারণা?

কেন এটি লাভজনক স্কিম?

এই স্কিমটি মূলত ভারত সরকারের তত্ত্বাবধানে পোস্ট অফিস পরিচালনা করে তাই সম্পূর্ণ নিরাপদ। কোনরকম জালিয়াতের সম্ভাবনা নেই। এছাড়া এখানে বিনিয়োগের পর প্রতি মাসে নিশ্চিত পাওয়া যায় এবং পাঁচ বছর হয়ে যাওয়ার পর পুরো বিনিয়োগের টাকা আবার প্রার্থীরা ফেরত পেয়ে যায়।

তবে এক্ষেত্রে দম্পতিরা যদি মিলে একসঙ্গে বিনিয়োগ করে তাহলে বেশি সুদ পাবে, তাই ভবিষ্যতের জন্য সঞ্চয়ের সুযোগ হিসেবে এটি বেশ ভালো। এছাড়া এই স্কিমে কর ছাড়ের সুবিধাঅ মেলে।

আবেদন পদ্ধতি

পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করতে হলে ব্যক্তিকে নিকটবর্তী যে কোন পোস্ট অফিসে গিয়ে একাউন্ট খুলতে হবে। যার জন্য ডকুমেন্ট লাগবে আধার কার্ড বা প্যান কার্ড, ঠিকানার প্রমাণপত্র হিসেবে বিদ্যুৎ বিল বা রেশন কার্ড, পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যাংকের ডিটেলস।

আপনি যদি নিরাপদ বিনিয়োগের ব্যবস্থা খুজে থাকেন তাহলে আপনারা স্কিমে টাকা বিনিয়োগ করতে পারেন। যেখানে ঝুঁকি অনেক কম, কিন্তু আয় এবং সুদের হার নিশ্চিত, আর এই পোস্ট অফিসের মাসিক আয় স্কিম হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। যদি কেউ স্বামী-স্ত্রী মিলে এই একাউন্ট খুলে তাহলে কিন্তু প্রতি মাসে ইনকাম বেশি হবে।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।