Post অফিসের মাধ্যমে দীনদয়াল স্পর্শ স্কলারশিপ যোজনা শুরু করা হয়েছে। এর মাধ্যমে সমস্ত স্কুলের মেধাবীর ছাত্র-ছাত্রীদের ৬০০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হবে। আর এই স্কলারশিপের জন্য আবেদন চলবে ৯ ই সেপ্টেম্বর পর্যন্ত। ডাক বিভাগের মাধ্যমে স্কুলের ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাসে ৫০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হবে। দীনদয়াল স্পর্শ স্কলারশিপ স্কিম ভারতের সমস্ত রাজ্যের জন্য চালু করা হয়েছে।
স্কলারশিপ দেওয়া হবে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর মেধাবী ছাত্র-ছাত্রীদের। তবে এক্ষেত্রে আবেদনকারী ছাত্রছাত্রীদের ৫০ নম্বরের একটি পরীক্ষা দিতে হবে আর সেই পরীক্ষার ভিত্তিতেই মেধাবী ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপটি দেওয়া হবে। সেপ্টেম্বরে ৯ তারিখ আবেদনের লাস্ট ডেট রয়েছে, এবং পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে ৩০ শে সেপ্টেম্বর ২০২৪। ৫০ নম্বরের যে পরীক্ষা নেওয়া হবে তার মধ্যে ডাক বিভাগ এবং পোস্টাল স্ট্যাম্প সম্পর্কিত প্রশ্ন থাকবে এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, খেলাধুলা, ও সাংস্কৃতিক বিষয়ক প্রশ্ন থাকবে।
কারা আবেদন করতে পারবে
আগ্রহী আবেদনকারীকে অবশ্যই ভারতের একটি স্বীকৃত স্কুলের ছাত্র-ছাত্রী হতে হবে। এছাড়া ছাত্র-ছাত্রীদের শেষ পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করা থাকতে হবে। এক্ষেত্রে সরকারি, বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এছাড়া আগের পরীক্ষার নম্বরের ক্ষেত্রে তপশিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের ৫% ছাড় দেওয়া হবে।
বৃত্তি প্রকল্পের সুবিধা
এই স্কিমের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের প্রতি মাসে ৫০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হবে। যা বছরে 6 হাজার টাকা করে দেওয়া হবে। এই বৃত্তিটি এক বছরের জন্য দেওয়া হবে। তারপরে ছাত্রদের আবার পরের বছরের জন্য আবেদন করতে হবে।
আরও পড়ুন: Bharti Airtel Scholarship: এয়ারটেল কোম্পানি শিক্ষার্থীদের দিবে ফ্রি ল্যাপটপ এবং স্কলারশিপ
আবেদন পদ্ধতি
স্কুলের ছাত্র-ছাত্রীদের এই ডাক বিভাগের দীনদয়াল স্পর্শ স্কলারশিপ স্কিমের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে পোস্ট অফিস থেকে আবেদন পত্র নিয়ে এসে সঠিক তথ্য দিয়ে আবেদন পত্রটি সম্পন্ন ফিলাপ করতে হবে, সমস্ত প্রয়োজনীয় নথিপত্র একসঙ্গে সংযুক্ত করে জমা দিতে হবে। অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে।