বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা আপনার নাম আছে কিনা তা আপনি দেখে নিতে পারেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ২৫ জুন ২০১৫ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু করেছিলেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দরিদ্র এবং শ্রমজীবী পরিবারগুলিকে আবাসন প্রদান করার জন্য কেন্দ্রীয় সরকার তরফ থেকে আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পের সুবিধা সে সমস্ত পরিবার গুলিকে দেওয়া হয় যাদের এখনো পাকা বাড়ি তৈরি হয়নি, গ্রামীণ এবং শহর উভয় ক্ষেত্রে কিন্তু এ সুবিধা প্রযোজ্য।
প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ১,২০,০০০ টাকা করে আর্থিক সহায়তা পায় সাধারণ মানুষ। যেটা মানুষদের তিনটি সহজ কিস্তিতে প্রদান করা হয়। এ যোজনার মাধ্যমে শুধুমাত্র বাড়ি তৈরি করার টাকা দেওয়া হয় না, সঙ্গে টয়লেট নির্মাণের জন্য কিন্তু ১২ হাজার টাকা করে আলাদা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি তার নতুন মেয়াদে তিন কোটি মানুষকে নতুন বাড়ি দেওয়া লক্ষ্য নির্ধারণ করেছেন। সেক্ষেত্রে সমতলে যাদের বাড়ি তাদেরকে ১,২০,০০০ টাকা করে সহায়তা দেওয়া হয়ে থাকে, এছাড়া যাদের পাহাড়ে বাড়ি তাদের ১,৩০,০০০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়ে থাকে।
প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় নাম চেক করার প্রক্রিয়া
প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা চেক করতে চান তাহলে আপনাকে সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, তারপর মেনু বারে গিয়ে Awassoft বিকল্পে ক্লিক করতে হবে, তারপর রিপোর্ট বিকল্পে ক্লিক করতে হবে এবং সেখানে ক্লিক করার পর স্ক্রল করে একদম শেষের দিকে গিয়ে ‘সোশ্যাল অডিট রিপোর্ট’ বলে অপশন আছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর, রাজ্যের নাম, জায়গার নাম, পরপর যে সমস্ত চাইবে সেগুলো সিলেট করতে হবে, তারপর ক্যাপচা কোড দিয়ে সাবমিট করতে হবে। তারপর সেই তালিকায় কার কার নাম রয়েছে সেগুলো দেখতে পাবেন।
আরও পড়ুন: PM Kisan প্রকল্পের বকেয়া টাকা দেওয়া শুরু, দেখে নিন আপনার বকেয়া টাকা ঢুকেছে কিনা
আবেদন পদ্ধতি
এক্ষেত্রে আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। যদি আপনার বয়স ১৮ বছরের বেশি হয় এবং আপনার স্থায়ী বাড়ি না থাকে তাহলে আপনি এই আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং আপনার রেশন কার্ডের নাম থাকা বাধ্যতামূলক, এবং তাকে অবশ্যই বিপিএল তালিকাভুক্ত প্রার্থী হতে হবে, এবং ভোটার আইডি কার্ড থাকতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপর আপনাকে Awassoft অপশনে গিয়ে Data Entry অপশনে ক্লিক করতে হবে, তারপর Data Entry For Awass অপশনে ক্লিক করে আপনার রাজ্য নির্বাচন করে Continue বাটনে ক্লিক করতে হবে, তারপর আপনার কাছে লগইন অপশন আছে সেখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। আপনার সামনে নতুন ড্যাসবোর্ড খুলে যাবে সেখানে সমস্ত সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং প্রয়োজনে যে সমস্ত নথি চাইবে সেগুলোকে আপলোড করতে হবে। এই প্রক্রিয়া যদি আপনি না করতে পারেন তাহলে আপনার নিকটবর্তী যে কোন অনলাইন দোকান বা সিএসসি কেন্দ্রে গিয়ে আবেদন করতে পারেন।
সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।