প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, প্রত্যেক মায়েরা পাবেন ৫,০০০ টাকা

প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা: প্রধানমন্ত্রী অনেকগুলি যোজনার মধ্যে আরেকটি উল্লেখযোগ্য যোজনা হল মাতৃ বন্দনা যোজনা। প্রতিটা শিশুই দেশের ভবিষ্যৎ, আর সেই শিশুদের জন্ম দিচ্ছে তাদের মা। মায়ের উপরে নির্ভর করে শিশুর স্বাস্থ্য ঠিক কেমন হবে। তাই কেন্দ্র সরকার চায় সে শিশুদের সঙ্গে দেশের সকল গর্ভবতী মায়েদের সুস্থ সবল রাখতে। এই কারণে প্রধানমন্ত্রী চালু করেছেন মাতৃ বন্দনা যোজনা। এই যোজনার মাধ্যমে সমস্ত গর্ভবতী মায়ের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে কিছু আর্থিক সহায়তা করবেন কেন্দ্র সরকার।

বর্তমানে দেশের প্রায় অর্ধেক মহিলারাই রক্তাল্পতায় ভোগেন। বিভিন্ন রকম অপুষ্টির কারণে সন্তান জন্ম দিতে তাদের নানা রকম সমস্যার মধ্যে পড়তে হয়। আর এর প্রভাব পরে সদ্যজাত শিশুর ওপরেও। এইরকম মহিলারা যাতে উপযোগ এবং পুষ্টিকর খাবার খেতে পারেন সেজন্যই আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করেছেন কেন্দ্র সরকার। তো কারা কারা এই মাতৃ বন্দনা যোজনার আবেদন করতে পারবে, এবং কত করে টাকা পাবে, কিভাবে আবেদন করতে হবে এ সমস্ত একাধিক বিষয়ে জানতে হলে আমাদের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন।

মাতৃ বন্দনা যোজনার উদ্দেশ্য আসলে কী?

মাতৃ বন্দনা যোজনা প্রকল্পটি আসলে কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের অধীনস্ত। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো শিশুসহ শিশুর মার এবং যারা যারা অন্তঃসত্তা রয়েছেন সেইসব মহিলাদের স্বাস্থ্যের যাতে উন্নতি হয় তার জন্য কিছু অর্থ প্রদান করা। কারণ দেশের অনেক মহিলারাই আছে যারা নিম্নবর্তী অর্থাৎ গরিব এবং যারা নিজেরা কাজ করে আর্থিক উপার্জন করে, তারা গর্ভবতী হওয়ার পরে কাজ করতে পারেন না এবং যারা টাকার অভাবে তেমন স্বাস্থ্যকর খাবার খেতে পারেন না সেইসব মায়েদের জন্যই এই প্রকল্প। কল্পে তাদের আর্থিক সাহায্য দিয়ে অপুষ্টির হাত থেকে বাঁচানো হবে। আর পুষ্টিকর খাবারের জন্য অর্থ তো লাগবেই। তাই কেন্দ্র সরকারের এই মাতৃ বন্দনা যোজনার মাধ্যমে অন্তঃসত্ত্বা এবং সদ্যোজাত মায়েদের পুষ্টিকর খাবারের কথা মাথায় রেখে কিছু অর্থ প্রদান করা হয়।

কারা কারা আবেদন করতে পারবেন?

এক্ষেত্রে দেশের সব রাজ্যের গর্ভবতী মহিলারাই আবেদন করতে পারবেন। গর্ভবতী মহিলারাই নয় যারা সদ্যজাত সন্তানের জন্ম দিয়েছেন এইরকম মহিলারাও এই মাতৃ বন্দনা যোজনায় আবেদন করতে পারবেন। কিন্তু যেসব মায়েরা প্রথমবার গর্ভবতী হয়েছেন তারাই এই যোজনা সুবিধা নিতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র একবার এই যোজনার সুবিধার নেওয়া যায়। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কিন্তু তা প্রযোজ্য নয়।

মায়েরা কত টাকা করে পাবেন?

প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা দুজনার সুবিধা কিন্তু শুধুমাত্র একবারই পাওয়া যাবে। আর এই প্রকল্পে যারা যারা আবেদন করবেন তারা ৫০০০ টাকা করে পাবেন। এই টাকা কিন্তু তিনটি কিস্তিতে পাওয়া যাবে। সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়বে। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা ও রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন দুটি যোজনা মিলে প্রথমবার গর্ভবতী হওয়ার গ্রামীণ মহিলারা তাদের অ্যাকাউন্টে ৬৪০০ টাকা করে পাবেন এবং শহরের মহিলারা তাদের অ্যাকাউন্টে ৬০০০ টাকা করে পাবেন। যেহেতু এই টাকাগুলি তিনটি কিছু দেওয়া হবে তাই প্রথম কিস্তিতে মহিলাদের একাউন্টে টাকা ঢুকবে হাজার টাকা করে। গর্ভবতী হওয়ার ১৫০ দিনের ভেতরে এই ১০০০ টাকা পাবেন। তারপর ১৮০ দিনের ভিতর দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে ২০০০ টাকা, ডেলিভারি হবার পর শিশুর প্রথম টিকাকরণ হবার পর তৃতীয় কিস্তির টাকা দেওয়া হবে। তৃতীয় কিস্তিতে ২০০০ টাকা ঢুকবে।

আরও পড়ুন: আপনি কি জানেন শিশুসাথী প্রকল্পের কথা? জেনে নিন এতে কি কি সুবিধা রয়েছে

আবেদন কিভাবে করতে হবে?

এই প্রকল্পের সাহায্য নিতে হলে মায়েদের কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে গর্ভবতী মহিলার আধার কার্ড নম্বর এবং ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর জমা করতে হবে। সেখানে একটি কার্ড পাওয়া যাবে আবেদন করার সময়ে ওই কার্ডটিও দিতে হবে। আপনারা যদি আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে অবশ্যই আপনাদের বাড়ীর কাছাকাছি যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে যোগাযোগ করতে পারেন।

অফিসিয়াল ওয়েবসাইটPMMVY
Helpline Number181
Sumi Roy

সুমি ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের সহ প্রতিষ্ঠাতা। সুমির সংবাদ জগতে তিন বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। সে সরকারি প্রকল্প বিষয় বস্তু সম্পর্কিত খবর তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। সুমি সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।

শেয়ার করুন:

Leave a Comment