প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের দেশের দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প চালু করেছে। যাতে করে তারা সহজে রান্নার গ্যাস বা LPG পেতে পারে। এই প্রকল্পের একটি সুবিধা হল দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলিকে গ্যাসের সংযোগ দেওয়া এবং সিলিন্ডার পেতেও বিশেষ আর্থিক সাহায্য করা। যারা এই গ্যাসের সংযোগ নেবে বা কানেকশন পাবে তাদের কোনো টাকা দিতে হবে না। এটাই হল এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা। আজকের এই প্রতিবেদনে আমরা দেখে নেব কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবে? এবং কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করবেন?
আসলে প্রধানমন্ত্রী এই স্কিমটি তৈরি করেছে কিছু কারণ লক্ষ্য করে। যেমন প্রধান লক্ষ্য হলো ঘরের বায়ু দূষণের সাথে সম্পর্কিত বিভিন্ন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ দরিদ্র পরিবার গুলি যাতে ভালোমতে রান্না করতে পারে এবং তাদের জীবনের গুণগত মানের পরিবর্তনের জন্যই এই প্রকল্প চালু করেছে। এতে করে সাধারণ মানুষের অনেক উপকারও হয়েছে।
কারা পাবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের সুবিধা
প্রধানমন্ত্রী সাধারণত দারিদ্র সীমার নীচে বসবাসকারী পরিবার গুলির জন্য এই প্রকল্পটি চালু করেছে। এই প্রকল্পে গ্যাসের সংযোগ দেওয়া হয় একজন মহিলার নামে। একজন মহিলা যিনি একটি BPL তালিকা অন্তর্গত এবং তার পরিবারে LPG সংযোগ নেই তিনি এই প্রকল্পের মাধ্যমে গ্যাসের সংযোগ পেতে পারে। তবে এই যোজনার ক্ষেত্রে নদী, দ্বীপ এর বসবাসকারী লোকেদের, এছাড়া তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি পরিবার, তাছাড়া চা এবং সর্বাধিক অনগ্রসর শ্রেণীর পরিবারকে এই প্রকল্পের গ্যাসের সংযোগ পেতে অগ্রাধিকার দেওয়া হয়।
এছাড়াও এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। BPL তালিকাভুক্ত ওই মহিলার বয়স ১৮ বছরের বেশি হতে হবে। তবে যাদের LPG কানেকশন নেই তারা এর জন্য আবেদন করতে পারবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
এইজন্য আবেদন করতে হলে আবেদনকারীকে পৌরসভা চেয়ারম্যান অথবা পঞ্চায়েতের প্রধান দ্বারা জারি করা BPL সার্টিফিকেট, পরিচয় প্রমাণপত্র, ঠিকানার প্রমাণ, কাস্ট সার্টিফিকেট, BPL রেশন কার্ড, এবং পরিবারের সকল সদস্যের আধার নম্বর, ব্যাংক পাসবুক বা জন ধন ব্যাংক একাউন্টের বিবরণ দিতে হবে এবং সঙ্গে নিজের পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে।
আরও পড়ুন: PM Vishwakarma Yojana: জানুন কী এই যোজনা
কিভাবে আবেদন করবেন?
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদন অফলাইনের মাধ্যমে করতে হবে। স্থানীয় LPG ডিস্ট্রিবিউটর এর কাছ থেকে আবেদন পত্র সংগ্রহ করতে হবে অথবা অনলাইন থেকেও আবেদন পত্র ডাউনলোড করে নিতে পারেন। তারপর সেই ফর্মটি সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে পূরণ করে জমা দিতে হবে LPG ডিস্ট্রিবিউটরের অফিসে। জমা দেওয়ার পরে সেই নথি যাচাই করা হবে এবং যোগ্যতা যাচাই করা হবে। তারপর সবকিছু ঠিকঠাক থাকলে আপনার বাড়িতে গ্যাসের সংযোগ দিয়ে দিবে LPG ডিস্ট্রিবিউটর।
সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।