প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনায় বিনামূল্যে পাবেন 300 ইউনিট বিদ্যুৎ, চটপট করুন আবেদন

By Sumi Roy

Updated on:

Pradhan Mantri will get 300 units of electricity free under Suryodaya Yojana

দিন দিন যে হারে গরম বাড়ছে তার সঙ্গে বাড়ছে তাল মিলিয়ে বিদ্যুতের বিল। তাই সাধারণ মানুষের পক্ষে বিদ্যুতের বিল হলো একটি চিন্তার বিষয়। আর এরই মধ্যে কেন্দ্র সরকার সাধারণ মানুষের বিদ্যুতের বিল এবং এই সংক্রান্ত খরচ কমাতে নানা রকম উদ্যোগ গ্রহণ করছে। একই সঙ্গে বিকল্প পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন এবং ব্যবহার করার দিকেও জোর দিচ্ছে কেন্দ্র সরকার। তাই সাধারণ মানুষের কথা ভেবে প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনার কথা জানিয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের বিদ্যুতের বিল যাতে কম আসে সে কারণে রুফট অফ সোলার ইনস্টলেশন বৃদ্ধি করা। তবে এই কাজ এমন এমন বাড়িতে করা হবে যারা মাসে ৩০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে। সেই সঙ্গে তিন কিলোওয়াট এর চেয়ে বড় সিস্টেম গুলির জন্য প্রযোজ্য হবে এই প্রকল্পে।

কেন্দ্র চাইছে এই প্রকল্পের মাধ্যমে সারাদেশে এক কোটি বাড়িতে সোলার প্যানেল বসাতে। যারা এই প্রকল্পের সুবিধা পাবে তাদের উপর যাতে আর্থিক চাপ না পরে সেটা নিশ্চয়তা দিতে চাইছে কেন্দ্র। অর্থাৎ গরিবদের বিদ্যুতের বিলের সমস্যা থেকে মুক্ত করতে চাইছে কেন্দ্র সরকার। এই কারণে তাদের অত্যন্ত সহজ শর্ত এবং তুলনামূলক কম সুদে ব্যাঙ্ক ঋণ দেওয়া হবে। ব্যাংকে থেকে যে ঋণ দেবে সেই ঋণের কিছু পরিমাণ টাকা ভর্তুকি হিসেবেও দেওয়া হবে। তবে এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে।

কারা পাবে এই প্রকল্পের সুবিধা

দেশের গরীব এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্যই এই প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার জন্য আবেদন করতে হলে আবেদনকারীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এবং আবেদনকারীর পারিবারিক বার্ষিক আর ১ লাখ টাকা থেকে দেড় লাখ টাকার বেশি হওয়া যাবে না। এছাড়া এই প্রকল্পের সুবিধা পেতে হলে পরিবারের কোন সদস্যকে সরকারি চাকরি করা যাবে না এবং পরিবারের কোন সদস্যকে আয়কর প্রদানকারী হতে হবে না। এবং যে সমস্ত পরিবার ৩০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন।

আরও পড়ুন: Bhu Aadhaar ULPIN: জমির জন্যও তৈরি হবে আধার কার্ড

আবেদন পদ্ধতি

প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা সুবিধা পাওয়ার জন্য আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথমে এই প্রকল্পে আবেদন করার জন্য প্রকল্পের সরকারি ওয়েবসাইটে pmsuryaghar.gov.in যেতে হবে। তারপর সেখানে গিয়ে হোমপেজে Apply for Rooftop Solar অপশনে ক্লিক করতে হবে। তারপর সেখানে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার সময় মোবাইলে একটি otp যাবে সেই ওটিপিটা সেখানে দিতে হবে। তারপর রাজ্য, জেলা, কোন সংস্থার গ্রাহক, বিদ্যুতের গ্রাহক নম্বর, এবং নাম ইত্যাদি সমস্ত ডিটেলস ঠিকঠাক মত লিখে ইলেকট্রিক বিল এবং যেখানে সোলার প্যানেল বসানো হবে সেই জায়গার ছবি দিয়ে সাবমিট করতে হবে। এরপর লগইন করতে হবে সেখানে যে সমস্ত তথ্য চাওয়া হবে সেগুলো যথাযথভাবে দিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে। আবেদন করার সময় আধার কার্ড, বাসস্থান এবং আয়ের প্রমাণপত্র, রেশন কার্ড, মোবাইল নম্বর, বিদ্যুতের বিল, এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নথিও কিন্তু দিতে হবে। আপনারা যদি এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারেন।

Sumi Roy

সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।