আবাস যোজনা প্রকল্পে বিশাল ঘোষণা! ৩.৫৩ লক্ষ বাড়ির অনুমোদন দিল কেন্দ্র

Published on:

pradhanmantri awas yojana latest update

অমিত সরকার, কলকাতা: প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় এবার দেশের ১০ টি রাজ্যে প্রচুর পরিমাণে বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। যেখানে দশটি রাজ্য মিলে মোট ৩.৫৩ লক্ষ নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে। যার মধ্যে 2.75 লক্ষ বাড়ি শুধুমাত্র মহিলাদের জন্যই বরাদ্দ করে রাখা হয়েছে। মহিলাদের এই যোজনার মাধ্যমে নারী ক্ষমতায়নের পক্ষে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

কতগুলি রাজ্যের বাড়ি নির্মাণের অনুমোদন

আসলে গত শুক্রবার কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছেন, কেন্দ্র সরকারের তরফ থেকে PMAY-U ২.০ প্রকল্পের আওতায় ৩,৫২,৯১৫ টি নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এই বাড়িগুলি মূলত Beneficiary – Led (BLC) এবং Affordable Housing in Partnership (AHP) ক্যাটাগরির মধ্যেই পড়বে। তবে যে দশটি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রকল্পের সুবিধা পাচ্ছে সেগুলি হল- অন্ধ্রপ্রদেশ, অরুনাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, বিহার, হরিয়ানা, রাজস্থান, পুদুচেরি, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা, এবং উড়িষ্যা।

মহিলাদের অগ্রাধিকার

কেন্দ্র সরকারের এই প্রকল্পে এবার নারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। কারণ কেন্দ্র সরকার যে যতগুলি বাড়ি অনুমোদন করেছে তার মধ্যে ২.৭৫ লক্ষ বাড়ি শুধুমাত্র মহিলাদের জন্যই বরাদ্দ করা হয়েছে। মহিলা বলতে তাদের মধ্যে বিধবা, অবিবাহিত মহিলা, এবং অন্যান্য বিশেষ পরিস্থিতির মহিলাদেরকে অন্তর্ভুক্ত করে থাকছে। এছাড়া ৯০ টি বাড়ি তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার ব্যক্তির জন্য বরাদ্দ করা হয়েছে।

আরো পড়ুন: অবসর নিয়ে আর দুশ্চিন্তা নয়! ১ এপ্রিল থেকে নতুন পেনশন স্কিম চালু

ক্যাটাগরি অনুযায়ী বিশেষ সুবিধা

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় সাধারণ জনগণের পাশাপাশি এবার বিভিন্ন রাজ্যের বিভিন্ন শ্রেণীর মানুষদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার দেখে নেব ক্যাটেগরি অনুযায়ী কতগুলো বাড়ি বরাদ্দ করা হয়েছে।

  • SC ক্যাটাগরি – এই শ্রেণীর মানুষের জন্য ৮০,৮৫০টি বাড়ি বরাদ্দ করে রাখা হয়েছে।
  • ST ক্যাটাগরি- এই শ্রেণীর মানুষের জন্য ১৫৯২৮টি বাড়ি বরাদ্দ করে রাখা হয়েছে।
  • OBC ক্যাটাগরি – এই শ্রেণীর মানুষদের জন্য ২,১২,৬০৩ টি বাড়ি বরাদ্দ করা হয়েছে।

কোন রাজ্যে অতিরিক্ত সুবিধা মিলছে?

কেন্দ্র সরকারের পক্ষ থেকে পাওয়া সুবিধা ছাড়াও একটি রাজ্য সেই কেন্দ্র সরকারের প্রকল্পের সঙ্গে আরো কিছু অতিরিক্ত সুবিধা যোগ করেছে। আর সেই রাজ্যটি হল উত্তর প্রদেশ। সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার PMAY-U ২.০ প্রকল্পের সঙ্গে আরো কিছু অতিরিক্ত সুবিধা যোগ করেছে। যেমন

  • ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত ৩০,০০০ টাকা দেওয়া হবে।
  • ৪০ বছরের বেশি অবিবাহিত মহিলা, বিধবা ও স্বামী থেকে বিচ্ছিন্ন মহিলাদেরকে ২০,০০০ টাকা অতিরিক্ত দেওয়া হবে।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।