মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক করলেন। সেই বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে স্কুলে কোন সেমিস্টার চলবে না। এর পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে একরকম ধমকের সুরে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ব্রাত্য আমি কাগজে দেখলাম প্রাইমারিতে সেমিস্টার ব্যবস্থা হচ্ছে। এটা কি করে হলো? এই পলিসির সিদ্ধান্তটা কি করে হলো? আমি সিএসকে জানতে চাইলাম সিএস বলল কিছু আসেনি। ব্রাত্যবসুকে তিনি আরো বলেন যে তোমাকে পরিষ্কার করে বলছি পরবর্তীতে এইরকম সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সঙ্গে আলোচনা করে নেবে। কয়েকজন মিলে নিজেদের মতো একটা সিদ্ধান্ত নিয়ে নিলে অথচ আমি জানতেও পারলাম না! এটা হবে না।
ব্রাত্যবসুর বক্তব্য
এরপরেই বিব্রত ব্রাত্য বসুকে বলতে শোনা যায় আমরা এখনো বিজ্ঞপ্তি প্রকাশ করিনি। আপনি বললেই বিজ্ঞপ্তি প্রকাশ হবে। তবে এর উত্তরে মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে বলেন, যে বিজ্ঞপ্তি প্রকাশ করোনি মানে? তোমরা তো প্রেসমিটও করেছ, পাবলিক জেনে গেছে, এরপরই সেই সেমিস্টার বাতিলের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর ঘোষণা
প্রশাসনিক বৈঠকে আমাদের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, “আমি বাচ্চাদের ব্যাগের বোঝা কমাতে চাই, যেমন চলছে তেমনি চলবে। শিক্ষার ব্যাপারে কোন পলিসি নিয়ে প্লিজ কনসাল্ট। পাশাপাশি তিনি আরও ঘোষণা করেছেন যে দশ হাজার স্কুলকে ডিজিটালাইজেশন করার কথাও। তিনি আরো বলেন আমরা দশ হাজার স্কুলকে ডিজিটালাইজেশন করেছি কাজটা কতদূর জানাতে হবে।
শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের বক্তব্য
গত ২৭ ডিসেম্বর সাংবাদিক একটি বৈঠক থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সাংবাদিকদের বলেছেন যে সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতার জন্যই ছোট থেকেই তৈরি করা হবে। আর সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। জুন মাসে হবে প্রথম পরীক্ষা। এই পদ্ধতি চালু হবে ২০২৫ সালের নতুন শিক্ষাবর্ষ থেকে। তবে এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলে দেন যে আপাতত প্রাথমিকে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে না।