প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলায় বড় মোড়! কী হবে ৩২ হাজার চাকরির ভবিষ্যৎ?

Published on:

West Bengal Teacher Scam

অমিত সরকার, কলকাতা: আজ কলকাতা হাইকোর্টে কিন্তু ৩২ হাজার শিক্ষক নিয়োগ মামলায় রায় ছিল, তবে আর সেই মামলারি বড়সড়ো আপডেট দিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে। জানা যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন। এখন এই মামলাটি কোন ডিভিশন বেঞ্চে সুনামি হবে এই নিয়ে বড় প্রশ্ন উঠেছে সকলের মনে। তবে হাইকোর্টে তরফ থেকে জানানো হয়েছে এই মামলাটির দ্রুত কোন ডিভিশন বেঞ্চে যাবে তা ঠিক করবেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

মামলার কারণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। এই মামলার প্রধান কারণ ছিল, যে নিয়োগ করা হয়েছিল সেখানে কোন অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। পরে সে পুরো প্রক্রিয়াটাই অবৈধ বলে ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট এবং বাতিল করা হয়েছিল পুরো নিয়োগ প্রক্রিয়া। শুধু তাই নয় এর সঙ্গে আর অভিযোগ উঠেছিল যে প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি ও অনিয়ম ঘটেছে। আর তার ফলে ৪২ হাজার চাকরিপ্রার্থীদের মধ্যে ৩২ হাজারেরও বেশি নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছিল। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে রিভিউ আবেদন করেন অসংখ্য চাকরি প্রার্থী। আর তারপর থেকে কিন্তু সেই মামলার শুনানি চলছিল বিচারপতি সৌমেন সেন এবং বিচার বুদ্ধির উদয় কুমার এর গঠিত ডিভিশন বেঞ্চে।

হঠাৎ বিচারপতির সরে যাওয়ার কারণ?

সোমবার সেই প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলার রায় ঘোষণার দিন ছিল আর সেই শুনানি শুরুর পরোই বিচারপতি সৌমেন সেন জানান, তিনি তার ব্যক্তিগত কারণেই এই মামলার শুনানি থেকে সরে দাঁড়াচ্ছেন অর্থাৎ তিনি আর এই মামলার রায় ঘোষণা করবেন না। তবে তিনি এ ব্যাপারে কোন বিস্তারিত ব্যাখ্যা দেননি। তাই আইনি মহলে জল্পনা তৈরি হয়েছে এই সিদ্ধান্তকে ঘিরে। তবে ফলস্বরূপ আজ আর সেই প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার কোন শুনানি হয়নি পরবর্তীতে ঠিক করা হবে কোন বেঞ্চে এই শুনানি হবে।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।