Primary Teacher Recruitment: পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো!

By Indrani Sarkar

Published on:

Primary Teacher Recruitment

গেল বছরের শেষ দিনে পাবলিক সার্ভিস কমিশন একটি দারুণ সুখবর প্রকাশ করেছে। আসলে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের অধীনে থাকা সমস্ত বিদ্যালয় গুলিতে এবার শিক্ষক-শিক্ষিকা নিয়োগ শুরু হল। যে সমস্ত চাকরিপ্রার্থীরা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা হতে ইচ্ছুক কিংবা তারা তার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য রয়েছে একেবারে সুবর্ণ সুযোগ। কারণ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে থাকা সমস্ত বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম বিদ্যালয় গুলিতে একাধিক বিষয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। তাহলে চলুন আমরা সম্পূর্ণ তথ্য জেনে নেই এই প্রতিবেদন থেকে।

পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের দুর্নীতির মাঝে এবারে নতুন করে শিক্ষক শিক্ষিকার নিয়োগের বিষয়ে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। পশ্চিমবঙ্গ সাব অরডিনেটর এডুকেশন সার্ভিস বিভাগে এই নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।

বাংলা মিডিয়াম স্কুলে কি কি বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে?

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে সমস্ত বাংলা মিডিয়াম বিদ্যালয় গুলিতে যে যে বিষয়ে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ হবে, সে বিষয়গুলি হল বাংলা, ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীবন বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইতিহাস, ভূগোল, শিক্ষা বিজ্ঞান, সংস্কৃত, স্ট্যাটিস্টিক্স, অর্থনীতি, পুষ্টি বিজ্ঞান, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, HMFR বিষয়ে শিক্ষক-শিক্ষিকা এবং বাণিজ্য বিভাগের শুধুমাত্র শিক্ষকদের নিয়োগ করা হবে।

ইংরেজি মিডিয়াম স্কুলে কি কি বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে?

রাজ্য সরকারের অন্তর্গত বিভিন্ন ইংরেজি মিডিয়াম বিদ্যালয় গুলিতে ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীবন বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, স্ট্যাটিস্টিক্স, অর্থনীতি, দর্শন, ইতিহাস, ভূগোল, বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে। তবে হিন্দি ভাষার জন্য শুধুমাত্র শিক্ষকদেরকেই নেওয়া হবে।

অন্যান্য তথ্য

এক্ষেত্রে বাংলা এবং ইংরেজি মিডিয়াম দুই স্কুলেই শিক্ষক-শিক্ষিকাদের যথাযথ পরিমাণে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এছাড়া নির্দিষ্ট বিষয়ের জন্য বিশেষজ্ঞ শিক্ষক শিক্ষিকারা এখানে আবেদন জানাতে পারবে। যেহেতু WBPSC এর পক্ষ থেকে এই নিয়োগের শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তাই সেখানে বিস্তারিত কিছু দেওয়া নেই। এখনো পর্যন্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন ইচ্ছুক শিক্ষক শিক্ষিকারা জানতে পারবে কতগুলো শূন্যপদ সংখ্যা রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, মাসিক বেতন কত, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত বিভিন্ন তথ্য। তবে জানা গেছে যে খুব শীঘ্রই এই নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করবে WBPSC অফিসিয়াল ওয়েবসাইটে। তাই সকলকে বলব তোমরা নিয়মিত সেই অফিশিয়াল ওয়েবসাইটটি নজরে রাখবেন। এছাড়া আমরা এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আবারো প্রতিবেদনের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো।

Indrani Sarkar

ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।