Primary TET: ২০২২ টেট পাশ চাকরি-প্রার্থীদের জন্য রয়েছে সুখবর, দেখে নিন কি সেই খবর!

By Indrani Sarkar

Updated on:

Primary TET

Primary TET: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০২২ সালের টেট পাশদের জন্য একটি অত্যন্ত বড় বার্তা জারি করল। প্রায় দু বছর হতে চলেছে ২০২২ সালের টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে তবে দু বছরের মধ্যে এখনো কিন্তু সেই পাশ করা প্রার্থীদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়নি। সেই সমস্ত প্রার্থীদের জন্যই রয়েছে সুখবর। আজকের এই প্রতিবেদনে কী সেই বিশেষ সুখবর? তা নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে। এবছর নতুন করে আর কোন টেট পরীক্ষা নেওয়া হবে না, আগের বছরের টেট উত্তীর্ণদের প্রথমে চাকরি দেওয়া হবে তারপরে আবার নতুন করে পরীক্ষা নেওয়া হবে। ২০২২ এবং ২০২৩ পরপর দু’বছর টেট পরীক্ষা নেওয়া হয়েছিল। তবে ইতিমধ্যেই 2022 সালের টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য প্রতিটি জেলায় জেলায় শূন্য পদের সংখ্যা জানতে চেয়েছে স্কুল শিক্ষা দপ্তর।

খবর অনুযায়ী জানা গেছে যে 2022 সালের টেট উত্তীর্ণদের যাতে দ্রুত নিয়োগ করা হয় এ ব্যাপারে তারা প্রস্তুত, স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে চাওয়া জেলা ভিত্তিক শূন্য পদের তালিকা হাতে পেলেই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

২০২২ সালের রেজাল্ট প্রকাশ করা হলেও ২০২৩ সালের রেজাল্ট কিন্তু এখনো প্রকাশ করা হয়নি। তবে চিন্তার কোন বিষয় নেই ২০২৩ সালে যারা টেট পরীক্ষা দিয়েছিলে এবং রেজাল্টের জন্য অপেক্ষা করছো তাদের রেজাল্টও এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে প্রকাশিত হবে। চলতি বছরের নভেম্বর ডিসেম্বরের মধ্যেই ২০২৩ সালের টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে।

আরও পড়ুন: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ Bank Account আপডেট, দেখে নাও কি সেই গুরুত্বপূর্ণ আপডেট!

Indrani Sarkar

ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।