আমাদের দেশে 18 বছর পূর্ণ হলে সকলেরই কিন্তু একটা আইডি কার্ড তৈরি করতে হয় যা হলো ভোটার আইডি কার্ড। আপনার কাছে যদি সাদা কাগজের লেমিনেটেট করা ভোটার আইডি কার্ড থেকে থাকে এবং সেই কার্ড যদি আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করে থাকেন তাহলে আপনার পুরনো ভোটার আইডি কার্ড পরিবর্তন করে নতুন রঙ্গিন PVC কার্ড বিনামূল্যে পাবেন। এই বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিটি পড়বেন।
PVC Voter Card
PVC কার্ড হল ভোটার আইডি কার্ডের স্মার্ট কার্ড। PVC ভোটার আইডি কার্ড ভারতের নির্বাচন কমিশন সমস্ত ভারতীয় নাগরিকদের কোনরকম ফি ছাড়াই প্রদান করছে। আপনি চাইলে আপনার পুরনো ভোটার আইডি কার্ড বাদ দিয়ে নতুন ভোটার আইডি কার্ড নিতে পারেন। PVC ভোটার কার্ড এরজন্য কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে।
আরও পড়ুন: আধার কার্ড নষ্ট হয়ে গিয়েছে? Order করুন খুব সহজে অনলাইনে PVC Aadhaar Card
PVC ভোটার কার্ডের জন্য আবেদন পদ্ধতি
- আপনি যদি এই নতুন PVC ভোটার কার্ড পেতে চান তাহলে আপনাকে সবার প্রথমে ভোটার সার্ভিস পোর্টালে voters.eci.gov.in যেতে হবে।
- তারপর আপনাকে ফর্ম ৪ এ ক্লিক করতে হবে।
- আপনি যদি অ্যাকাউন্ট তৈরি না করে থাকেন তাহলে সাইন আপ করুন। আর একাউন্ট যদি তৈরি করে থাকেন তাহলে নিবন্ধিত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্টে লগইন করুন।
- তারপর EPIC বিবরণ লিখতে হবে এবং সংশোধন ছাড়াই প্রতিস্থাপক EPIC ইস্যুতে ক্লিক করতে হবে।
- তারপর ফর্মটি সম্পূর্ণ তথ্য দিয়ে ফিলাপ করতে হবে।
- তারপর আপনি যখন নতুন কার্ডের জন্য আবেদন করবেন আপনাকে তিনটি বিকল্পর মধ্যে একটি বেছে নিতে হবে- হারিয়ে যাওয়া/ ধ্বংস হয়া /বিকৃত করা।
- আরেকবার চেক করে ফর্মটি ফাইনাল সাবমিট করতে হবে।
- ফর্মটি সাবমিট করার পর একটি রেফারেন্স নম্বর পাওয়া যাবে।যার মাধ্যমে আপনি আপনার এপ্লিকেশন স্টেটাস দেখতে পারবেন।
- কিছুদিন পরে পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে নতুন PVC ভোটার আইডি কার্ড চলে আসবে।
সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।