Indian Railway (Railway Recruitment Board) এর পক্ষ থেকে একাধিক-শূন্য পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল মার্চ মাসে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন চলেছিল ৯/৩/২০২৪ থেকে ৮/৪/২০২৪ তারিখ পর্যন্ত। RRB Technician পদে নিয়োগের জন্য ভারতের যেকোনো জেলা থেকে প্রার্থীরা কিন্তু আবেদন জানাতে পারবে অনলাইনের মাধ্যমে। তবে তখন কিন্তু এই নিয়োগটি ৯১৪৪ টি শূন্য পদের জন্য আবেদন চলছিল। এবং বহু সংখ্যক প্রার্থী তখন এই নিয়োগের জন্য আবেদনও করেছিল।
সুচিপত্র
RRB Technician পদে পুনরায় আবেদন শুরু
বর্তমানে Technician পদে পুনরায় আবার আবেদন চালু করেছে Indian Railway (Railway Recruitment Board)। তবে এক্ষেত্রে কিন্তু ৯,১৪৪ টি শুন্য পদ ছাড়াও আরো একাধিক শূন্য পদ এখানে যুক্ত করে পুনরায় নতুন করে আবার আবেদন প্রক্রিয়া চালু হতে চলেছে অক্টোবর মাসে। এবার দেখে নেব যে এই নিয়োগ প্রক্রিয়ায় কতগুলো শূন্য পদ রয়েছে এবং আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে।
RRB Technician পদের নাম ও শূন্য পদ সংখ্যা
ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে। যার মধ্যে পদগুলি হলো Technician Grade I Signal, Technician Grade III, এবং Workshop। তবে এক্ষেত্রে আগে শূন্য পদ ছিল ৯,১৪৪ টি, যা বর্তমানে বাড়িয়ে ১৪,২৯৮ টি করা হয়েছে।
বয়স সীমা
যেসকল ইচ্ছুক প্রার্থীরা উপরোক্ত পদে আবেদন করবেন ভাবছেন, এবার দেখে নেই তাদের বয়স সীমা কত কি হতে হবে। ইচ্ছুক প্রার্থীদের বয়সসীমা ১৮ বছর থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে। এছাড়া বিস্তারিত জানার জন্য আপনি অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
বেতন
আবেদন করে যদি আপনি চাকরি পান তাহলে প্রতিমাসে বেতন হবে ১৯৯০০- ৬৩২০০ টাকার মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের কার্পেন্টার / আসবাবপত্র এবং ক্যাবিনেট মেকার সম্পর্কিত ব্যবসায় NCVT/SCVT-এর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ম্যাট্রিকুলেশন / SSLC প্লাস ITI (বা) উল্লিখিত সংশ্লিষ্ট ট্রেডে ম্যাট্রিকুলেশন/এসএসএলসি প্লাস কোর্স সম্পন্ন আইন শিক্ষানবিশ পাস করতে হবে।
আবেদন মূল্য
- জেনারেল/ওবিসি/ইডব্লিউএস প্রার্থী- Rs. ৫০০ টাকা।
- SC/ST/মহিলা প্রার্থী – Rs. ২৫০ টাকা।
- (শুধুমাত্র CBT-1-এ উপস্থিত প্রার্থীরা তাদের পরীক্ষার ফি ফেরত পাবেন। Gen/OBC/EWS প্রার্থীদের ৪০০ টাকা এবং SC/ST/ মহিলা/ESM প্রার্থীরা ২৫০ টাকা ফেরত পাবে।)
- পেমেন্ট মোড- অনলাইন।
RRB Technician পদে আবেদন শুরুর এবং শেষ তারিখ
- পূর্ববর্তী আবেদনের তারিখ ছিল ৯/৩/২০২৪ থেকে ৮/৪/২০২৪ পর্যন্ত।
- বর্তমান আবেদন শুরুর তারিখ হল ২/১০/২০২৪ এবং আবেদনের শেষ তারিখ হল ১৬/১০/২০২৪।
আরও পড়ুন: রাজ্যের জেলাশাসক অফিসে কর্মী নিয়োগ, বেতন শুরু ২৩ হাজার টাকা থেকে
অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং আবেদনপত্র লিঙ্ক
Apply Online লিঙ্ক | Click Here |
Re Open অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download |
Vacancy Increase অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download |
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download |
সমস্ত ইচ্ছুক চাকরি প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে অবশ্যই আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করতে পারেন।
অমিত ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত অমিত। তিনি চাকরির এবং পরীক্ষার রেজাল্ট বিষয়বস্তু খবর সম্পর্কিত তথ্য তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। অমিত সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।