বর্তমানে এদেশের বহু পরিবার রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। আগে রেশনের দোকান থেকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ন্যায্য মূল্যে কিনতে হতো কিন্তু কোভিড এর পর থেকে সরকারের তরফ থেকে রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে চাল, গম, চিনি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়। যাতে করে উপকৃত হয়েছে প্রচুর পরিমাণ। এবার শোনা যাচ্ছে সরকারি তরফ থেকে নতুন বছরে রেশন সামগ্রীর পাশাপাশি রেশন কার্ডধারীদের আর্থিক সহায়তা দেবে সরকার।
নতুন প্রকল্পের পরিকল্পনা
আমরা প্রায় সকলেই জানি ২০২৮ সাল পর্যন্ত কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেশের প্রায় ৮০ কোটি মানুষদের ফ্রি রেশন সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে যে আগামী বছর জানুয়ারি মাস থেকে নাকি রেশনের পাশাপাশি হাজার টাকা করে পাবে রেশন গ্রাহকরা। এই খবরটা কতটা সত্য সেই বিষয়ে জেনে নিতে চলেছি আমরা। বর্তমানে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তাতে করে দরিদ্র ও নিম্ন মধ্যবর্তী পরিবারের জীবনযাপন করা অনেকটাই কঠিন হয়ে পড়ছে। কিছু কিছু পরিবারের মানুষগুলোকে এক মুঠো খাবার যোগাড় করার জন্য কঠোর পরিশ্রম করতে হয় তাই তাদের জন্যই বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। যেহেতু পরিবারের আয়ের ভিত্তিতে রেশন কার্ড ভিন্ন ভিন্ন হয় সেহেতু কিন্তু ক্যাটাগরি অনুযায়ী রেশন সামগ্রীর পরিমাণও কম বেশি হয়। তাই শোনা যাচ্ছে এবার থেকে নাকি ফ্রি রেশনের সঙ্গে ১,০০০ টাকা করে দেবে সরকার।
সরকারের সিদ্ধান্ত
১,০০০ টাকার দেওয়ার কথা সব জায়গায় প্রচারিত হলেও এই ব্যাপারে এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে কোনরকম কোন খবর পাওয়া যায়নি। তাই অনেকের মনে করছে যে খবরটি ভুয়ো খবর হতে পারে। তবে এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে আপনি যদি ডিসেম্বরের মধ্যে ই কেওয়াইসি জমা না করেন তাহলে নাকি সে সুবিধা থেকে বঞ্চিত হবেন। তবে কিছু কিছু মানুষ মনে করছে যে সরকারের তরফ থেকে কোন ঘোষণা না করা পর্যন্ত এই বিষয় নিয়ে মাতামাতি করা ঠিক হবে না। সরকারের পক্ষ থেকে যদি এ বিষয়ে কোন ঘোষণা করা হয় তাহলে অবশ্যই আমরা আবার প্রতিবেদনের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো।
তবে এটা ঠিক যে ৩১ ডিসেম্বর ২০২৪ এর মধ্যেই সকলকে রেশন কার্ড আধার লিঙ্ক করে নিতে হবে নইলে বিনামূল্যে রেশন পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। তাই আপনাদের যাদের রেশন কার্ডের সঙ্গে বিভিন্ন লিংক করা এখনো বাকি রয়েছে খুব শীঘ্রই সেই লিংক গুলি করিয়ে নিন।
![Amit Sarkar](https://dailykhaborbangla.in/wp-content/uploads/2024/05/Amit-Sarkar.png)
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।