সরকার বাতিল করল ৩ লাখ রেশন কার্ড! আপনার কার্ড কি তালিকায় রয়েছে? জানুন এখনই

Published on:

Ration Card Cancellation

অমিত সরকার, কলকাতা: আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন এবং সরাসরি রেশন থেকে প্রতি মাসে খাদ্য সামগ্রী সংগ্রহ করে থাকেন তাহলে এই ধরনের খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। বিভিন্ন খবর সুত্রে জানা গেছে যে আগামী মাসের আগেই নাকি প্রায় তিন লক্ষ রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই রেশন কার্ড বাতিল করা নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

রেশন কার্ড কেন বাতিল হতে পারে?

সরকারি প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখার জন্যই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ই কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। আর যারা এখনো পর্যন্ত এই ই কেওয়াইসি করেননি তাদের কার্ড বাতিলের আশঙ্কায় বেশি রয়েছে। বর্তমানে উত্তরপ্রদেশের ইটাওয়া জেলার মোট রেশন কার্ডধকারীদের সংখ্যা 11 লক্ষ 76 হাজার 714 জন। যার মধ্যে এখনো পর্যন্ত ই কেওয়াইসি করেননি ৩ লক্ষ ১ হাজার 663 জন ব্যক্তি।

আর সময় মতো যদি এই E- KYC না সম্পূর্ণ করেন তাহলে কিন্তু এই তিন লাখের বেশি মানুষ বিনামূল্যে রেশন সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত হবে।

রেশন কার্ড বাতিল হলে কী হবে?

যদি কোন কারনে কোন ব্যক্তির রেশন কার্ড বাতিল হয়ে যায় তাহলে সরকারি খাদ্য সামগ্রী পাওয়া বন্ধ হয়ে যাবে। এবং পাশাপাশি নতুন করে আবার রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে। এই কারণেই বলা হচ্ছে আপনারা যারা এখনো রেশন কার্ড সচল রাখার জন্য ই কেওয়াইসি সম্পূর্ণ করেন নি, তারা চটজলদি ই কেওয়াইসি সম্পন্ন করুন।

ই-কেওয়াইসি কিভাবে করবেন?

এই কাজটি একজন ব্যক্তি বিভিন্ন উপায়ে করতে পারে যেমন-

  • ডিলারের মাধ্যমে – এক্ষেত্রে প্রার্থীকে নিকটতম রেশন দোকানে গিয়ে আধার কার্ড এবং রেশন কার্ড জমা দিতে হবে, তারপর রেশন ডিলাররা বায়োমেট্রিক যাচাই করার মাধ্যমে প্রার্থীর ই-কেওয়াইসি করে দেবে।
  • অনলাইনে– অনলাইনেও ই কেওয়াইসি করা যায়, এজন্য সবার প্রথমে খাদ্য ও সরবরাহ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর সেখানে রেশন কার্ডের সমস্ত তথ্য দিতে হবে এবং আধার কার্ড লিঙ্ক করে এবং যাচাই করতে হবে তাহলে খুব সহজেই কাজটি সম্পন্ন করা যাবে।

শেষ তারিখ কবে?

এখনো পর্যন্ত রেশন কার্ডের ই-কেওয়াইসি করার কোন নির্দিষ্ট সময়সীমা ঘোষনা করা হয়নি। তবে সরকার কিন্তু যে কোন মুহূর্তে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে। তাই যত দ্রুত সম্ভব এই কেওয়াইসি করে নিতে পারেন, এতে করে আপনারই সুবিধা হবে। সরকার কিন্তু বারবার সতর্ক করেছে যারা ই-কেওয়াইসি করবে না তাদের রেশন কার্ড আর ভবিষ্যতে পুনরুদ্ধার করা যাবে না।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।