রাজ্যের মহিলা নিরাপত্তায় চালু রাত্রি সাথী, কী ভাবে মিলবে এই পরিষেবা?

By Sumi Roy

Updated on:

Ratri Sathi App Announced by West Bengal Govt For Safety of Women

আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে একজন শিক্ষানবিশ তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হওয়ার পর ন্যায় বিচারের দাবিতে শুরু হয়েছে রাজ্য তথা দেশ জুড়ে বিক্ষোভ। আর এই আবহে রাতে কর্মরত মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়েছে সকলেই। ঠিক সেই জন্যই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চালু করা হয়েছে রাত্রি সাথী প্রকল্প। এই প্রতিবেদনে আমরা এই প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, আপনারা সম্পন্ন প্রতিবেদনটি পড়বেন।

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে এই রাত্রি সাথী। রাত্রি সাথী একটি মোবাইল অ্যাপ। বিপদজনক পরিস্থিতিতে পড়লে তৎক্ষনাৎ সাহায্যের জন্য এই অ্যাপ সহায়ক হবে মহিলাদের। সমস্ত মহিলারা রাত্রে বেলায় ডিউটি করে, তাদের সুরক্ষার জন্যই এই অ্যাপটি তৈরি করা হয়েছে। এই অ্যাপটির সাহায্যে মহিলারা, পুলিশ কর্মী এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে যোগাযোগ করতে পারবে।

রাত্রি ডিউটিরত মহিলারা বিপদে পড়লে এই অ্যাপটির মাধ্যমে সে মুহূর্তে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হবে। তবে এই অ্যাপটি সরকারি এবং বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানে রাতে ডিউটি করা মহিলাদের জন্য প্রযোজ্য। এছাড়া রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে প্রতিটি সরকারি হাসপাতাল মেডিকেল কলেজ এবং অন্যত্র মহিলাদের জন্য নিরাপত্তা কর্মক্ষেত্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সমস্ত কর্ম স্থলে মত্ত অবস্থায় যাতে কেউ ঢুকতে না পারে তার জন্য এন্ট্রি গেইটে ব্রেথ অ্যানালাইজার টেস্টের ব্যবস্থা করা হবে। হাসপাতালগুলোতে চিকিৎসা এবং রোগীদের জন্য নির্দিষ্টকরার স্থানে যাতে বহিরাগতরা প্রবেশ করতে না পারে সেদিকে নজর রাখতে হবে। এবং কর্মীকে বাধ্যতামূলকভাবে আইডি কার্ড পড়ে থাকতে হবে। রাজ্য সরকারের তরফ থেকে আরও অনুরোধ করা হয়েছে যাতে কোন মহিলা কর্মচারীকে ১২ ঘণ্টার বেশি কাজ করানো না হয়। রাতের ডিউটিতে থাকা মহিলাদের জন্য আলাদা শৌচাগারের বন্দোবস্ত করতে হবে প্রতিটি প্রতিষ্ঠানে। এবং সঙ্গে রাখতে হবে রেস্ট রুম, সিসিটিভিতে ঘেরা সেফজোন রাখতে হবে। এছাড়া মহিলারা টোল ফ্রি নাম্বারে ফোন করতে পারবে নম্বরগুলো হলো ১০০ এবং ১১২। রাত্রি সাথী অ্যাপটি লোকেশন অনুযায়ী স্থানীয় থানার সঙ্গে যুক্ত থাকবে।

আরও পড়ুন: কৃষকরা ৫০০০ থেকে ১ লক্ষ টাকা পাবে, বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর

Sumi Roy

সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।