RBI দিল ২০০০ টাকার নোট নিয়ে বড় আপডেট! বিস্তারিত জেনে নিন এখানে

Amit Sarkar

Published on:

RBI's Latest Update on 2000 Rupee Notes – Everything You Need to Know

বর্তমানে ভারতের আর্থিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ২০০০ টাকার নোট। এই ২০০০ টাকার নোট প্রথম চালু হয় ২০১৬ সাল থেকে। পুরনো ১০০০ নোট এবং ৫০০ টাকার নোট বাতিল করে এই উচ্চ মূল্যের ২০০০ নোটটি চালু করেছিল। তবে ২০২৩ সালের মে মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংক বিমুদ্রাকরণের ঘোষণা দিয়ে এই ২০০০ টাকার নোট প্রত্যাহার করে দেয়। সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক এই নোট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছে। কি সেই আপডেট দেখে নেওয়া যাক।

সর্বশেষ তথ্য অনুযায়ী

২০২৩ সালের মে মাসের ভারতীয় রিজার্ভ ব্যাংক বিমুদ্রাকরণের সময় মোট ৩.৫৬ লক্ষ কোটি টাকার নোট প্রচলন ছিল। যার মধ্যে প্রায় ১.৮৮% নোট এখনো বাজারে চলছে।

আরবিআই- এর রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালের ৩১ শে ডিসেম্বর পর্যন্ত মোট ২০০০ টাকার নোটের ৯৮% এর বেশি ইতিমধ্যে ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তবে এখনো বাজারে ৬৬৯১ কোটি টাকার নোট মানুষের কাছে রয়ে গেছে।

RBI এর নির্দেশিকা

ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়ে দিয়েছে যে সমস্ত ব্যাংক ৭ই অক্টোবর, ২০২৩ তারিখ থেকে ২০০০ টাকার নোট গ্রহণ বন্ধ করে দিয়েছে। তবে ৯ অক্টোবর ২০২৩ তারিখ থেকে আরবিআই এর ১৯ টি আঞ্চলিক অফিসে নোট বিনিময় অব্যাহত রাখা হয়েছিল। তবে গ্রাহকদের কাছে যদি এই নোট থাকে তাহলে গ্রাহকরা চাইলে ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে এই নোট জমা করতে পারবে।

২০০০ টাকার নোটের ইতিহাস

সর্বপ্রথম এই ২০০০ টাকার নোট চালু করা হয়েছিল ২০১৬ সালে। এই ২০০০ টাকার নোট চালু হওয়ার পর থেকেই এই নোট বিভিন্ন রকম বিতর্ক এবং আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। তবে ২০২৩ সালে এই টাকা প্রত্যাহারের কাজ শুরু করা হয়। তবে ২০২৩ সালের এই টাকা বাতিল হওয়ার পরেও মানুষের কাছে এখনো পর্যন্ত এই টাকা রয়েছে। বর্তমানে রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে এই নোটগুলি মূলত ব্যবসায়ী সম্প্রদায়ের হাতে রয়েছে।

এখন কী করতে হবে

আরবিআই নতুন নির্দেশ দিয়েছে যে, যাদের কাছে এখনো ২০০০ টাকার নোট রয়েছে তারা যেন খুব তাড়াতাড়ি ব্যাংকে সেই টাকা জমা করে দেন। RBI এর এই উদ্যোগের ফলে দেশের অর্থনৈতিক কার্যক্রম স্বচ্ছ এবং কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। যাদের কাছে এখনো পর্যন্ত এই নোট রয়েছে তারা যেন RBI এর নির্দেশিকা অনুযায়ী জমা করে দেয়, তাহলে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে।

কিভাবে টাকা বিনিময় করবেন?

যাদের কাছে এখনো ২০০০ টাকার নোট রয়েছে তারা খুব সহজেই এই নোটটি বিনিময় করে নিতে পারবে। বিনিময় করার ধাপ-

  • ব্যক্তিকে সর্বপ্রথম আরবিআই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে অন্যান্য ফরম বিভাগে ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করে নিতে হবে।
  • আবেদন পত্রটি পূরণ করতে হবে।
  • আবেদন পত্রটি পূরণ করার পরে একটি অফিশিয়াল ভ্যালিড ডকুমেন্ট যেমন, আধার কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, বা প্যান কার্ড ইত্যাদি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
  • আবেদন পত্র এবং ২০০০ টাকার নোটগুলি নিকটবর্তী পোস্ট অফিসে জমা দিতে হবে।
  • পরে সেই আবেদন পত্রটি পোস্ট অফিস থেকে আরবিআই নির্দিষ্ট অফিসে পাঠিয়ে দেওয়া হবে।
  • আরবিআই আপনার এই আবেদন প্রসেস করার পর সরাসরি আপনার ব্যাংক একাউন্টে টাকা জমা হয়ে যাবে।
Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।