বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হয়েছে। তেমনি দক্ষিন দিনাজপুর জেলার জন্য কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ক্ষেত্রে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে। সেই প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরিপ্রার্থী মহিলারা সেই সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হলে দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক এলাকায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
পদের নাম ও শূন্য পদ সংখ্যা
এক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে কর্মী নিয়োগ করা হবে। এবং মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ৭৫টি, যার মধ্যে জেনারেল ক্যাটাগরিদের জন্য রয়েছে ২৬ টি শূন্য পদ, SC দের জন্য রয়েছে ১৮টি শূন্য পদ, ST দের জন্য ৫টি শূন্য পদ, এবং OBC ক্যাটাগরিদের জন্য রয়েছে ১৮ টি শূন্য পদ।
শিক্ষাগত যোগ্যতা
সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীদের যে কোন স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য যেকোনো পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা
এক্ষেত্রে আবেদনকারীদের সর্বনিম্ন বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সের মধ্যে হতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনের মাধ্যমে আবেদনের শুরুর তারিখ হল ১/৮/২০২৪ এবং আবেদনের শেষ তারিখ হল ২৫/৮/২০২৪।
নিয়োগ পদ্ধতি
এক্ষেত্রে আবেদনকারীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। এক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে ৯০ নম্বরের এবং ইন্টারভিউ হবে ১০ নম্বরের।
আরও পড়ুন: SSC গ্রুপ B পদে নিয়োগ, শূন্য পদ সংখ্যা রয়েছে ৩১২ টি, দেখুন বিস্তারিত
আবেদন পদ্ধতি
আবেদন অনলাইন এর মাধ্যমে করতে হবে। সবার আগে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে। এক্ষেত্রে আবেদনের জন্য দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি পোর্টাল তৈরি করা হয়েছে। সেই পোর্টাল যাবার পর আবেদনকারীকে নিজের পছন্দমত পদ নির্বাচন করতে হবে। তারপর নিজের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। তারপর আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসের ফটোকপি আপলোড করতে হবে। আবেদন প্রক্রিয়া সঠিক তারিখ ও সময়ের মধ্যে সমাপ্ত করে একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download |
অনলাইন আবেদন লিঙ্ক | Click Here |