বাড়ির কাছাকাছি কাজের সুযোগ, বিরাট আইটি কোম্পানি অফিস খুলল কলকাতায়!

Published on:

RedoQ Group's new office in Kolkata

অমিত সরকার, কলকাতা: বর্তমানে প্রচুর চাকরিপ্রার্থী একটি চাকরি আশায় বসে রয়েছেন। আর এদিকে যে হারে মূল্যবৃদ্ধি বাড়ছে তার ওপর আবার কর্মসংস্থানের অভাব। এই দুই মিলিয়ে মানুষ রয়েছে প্রচুর চিন্তায়। অন্যদিকে বিশ্বজুড়ে এই মন্দার প্রভাবে বিভিন্ন নামিদামি কোম্পানি থেকে ছাটাই পর্ব চলছে কর্মীদের। যার ফলে চিন্তায় রীতিমতো কালঘাম ছুটছে সাধারণ মানুষের। তবে এত চিন্তার মাঝেও আবারো সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিরাট সুখবর, কারণ কলকাতায় বাইরের দেশের বিরাট আইটি কোম্পানির একটি অফিস খুলেছে। এখন আশা করা যাচ্ছে সেই অফিসেই চাকরিপ্রার্থীদের বিভিন্ন চাকরির সুযোগ হবে।

আইটি কোম্পানির অফিস কলকাতায়

সমস্ত চাকরিপ্রার্থীদের খুশির বিষয় এই যে কলকাতায় ব্রিটেন ভিত্তিক আইটি সংস্থা RedoQ গ্রুপ অফিস খুললো। বিভিন্ন খবর সূত্রে জানা গিয়েছে যে সেই কোম্পানির লক্ষ্য দু বছরে প্রায় ১৫০০ মিলিয়ন বিনিয়োগ করা। এই কোম্পানির বার্ষিক টার্নওভার প্রায় ৫০০ কোটি টাকা। ইঙ্গিত মিলছে কলকাতায় বেশ কিছু নতুন কোম্পানি আসার, সেই কারণে সামগ্রিকভাবে আইটিসেক্টারের চাকরির বাজারে গ্রাফ দিনের পর দিন ঊর্ধ্বমুখি হচ্ছে। আর এই আবহাওয়ায় ইউকের এক বিরাট আইটি কোম্পানি অফিস খুলেই ফেলল কলকাতায়।

RedoQ গ্রুপের নতুন অফিস কলকাতায়

জানা গেছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্য তথ্য ও প্রযুক্তি দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয় ও ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার অ্যানড্রিউ ফ্লেমিং উদ্বোধন করেন ব্রিটেন ভিত্তিক আইটি সংস্থা RedoQ গ্রুপের এই নতুন অফিস। অনেক বছর ধরেই এই কোম্পানি খোলার পরিকল্পনা চলছিল অবশেষে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে।

বিপুল অর্থ বিনিয়োগ

এই কোম্পানিটি চালু হয়েছিল ২০১০ সালে। প্রথমেই এই সংস্থাটির ফোকাস করেছিল ফিটনেস, ফার্মাসিউটিক্যাল, খাদ্য ও প্রাণীয় এবং ব্র্যান্ডিং ও ডিজিটাল মার্কেটিংয়ের উপর। একাধিক সেক্টরে তাদের শাখার বিস্তার করা শুরু করে। বর্তমানে অন্তত সাতটি দেশে তাদের শাখা রয়েছে। তারা আরো বিভিন্ন দেশের শাখা খুলতে চাইছে। বর্তমানে কলকাতায় আরেকটি শাখা তারা খুলেছে। তবে বিজনেস ইকোনমির প্রতিবেদন মারফত জানা গিয়েছে যে চলতি বছর এই কোম্পানি অন্তত ৫০০ মিলিয়ন বিনিয়োগ করবে কলকাতার কোম্পানির জন্য। এবং সামনের বছর তারা ১০০০ মিলিয়ন বিনিয়োগ করতে পারে বলে জানা গিয়েছে।

এই কোম্পানি উদ্বোধনের দিন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার অ্যানড্রিউ ফ্লেমিং ও মন্ত্রী বাবুল সুপ্রিয় নিজেদের মধ্যে নানা রকম পারস্পরিক মত বিনিময় হয়েছিল। তবে রাজ্যে এই নতুন অফিস খোলার জন্য বিপুল কর্মসংস্থানের আশ্বাস দিয়েছে। জানা গিয়েছে ভারত এবং ইউকে মিলিয়ে এই কোম্পানি ৬,০০,০০০ চাকরি তৈরি করবে। যার ফলে মনে করা হচ্ছে আগামী কয়েক বছরে রাজ্যে কর্মসংস্থানের ঘাটতি অনেকটা কমবে। আর এই খবর শুনে রাজ্যবাসী অনেক খুশি।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।