বর্তমানে রেলের বিভিন্ন বিভাগের কর্মী নিয়োগ চলছে। তাই যে সমস্ত চাকরিপ্রার্থীরা রেলের চাকরির জন্য বসে ছিলেন তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। কারণ ভারতীয় রেলের পক্ষ থেকে বিভিন্ন বিভাগে অসংখ্য শূন্য পদে নিয়োগ হতে চলেছে। সম্প্রতি ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কর্মী নিয়োগের একটি শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে যেখানে প্রার্থীরা নূন্যতম যোগ্যতায় আবেদনের সুযোগ পাবে। এর প্রতিবেদন থেকে আমরা জেনে নেব সংস্থার পক্ষ থেকে ঠিক কি কি তথ্য জানানো হয়েছে।
সুচিপত্র
RRB Group D Recruitment 2025 পদের নাম ও শূন্য পদ সংখ্যা
এক্ষেত্রে রেলওয়ে বিভাগের গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ৩২,৪৩৮ টি।
বয়স সীমা
এ ক্ষেত্রে প্রার্থীদের ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে বয়স হতে হবে। এছাড়া রিজার্ভ বা সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা অবশ্যই সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন। এছাড়া মাধ্যমিক পাশ যোগ্যতার পাশাপাশি ITI পাসযোগ্যতাতেও আবেদন জানাতে পারবেন। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত জানতে হলে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অপেক্ষা করতে হবে।
মাসিক বেতার বেতন
কেন্দ্রীয় সরকারের বেতন এর নিয়ম অনুযায়ী রেলওয়ে গ্রুপ ডি পদে নিয়োজিত চাকরিপ্রার্থীদের প্রতি মাসে ন্যূনতম ১৮,০০০ টাকা করে বেতন দেওয়া হবে। এ বেতনের পাশাপাশি কর্মীরা বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাবে।
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনের মাধ্যমে গ্রুপ ডি পদের ফর্ম ফিলাপ শুরু হবে ২৩/০১/২০২৫ তারিখ থেকে এবং ফর্ম ফিলাপের শেষ দিন হল ২২/২/২০২৫ তারিখ।
নিয়োগ পদ্ধতি
আবেদনকারী প্রার্থীদের লিখিত কম্পিউটার বেসড পরীক্ষা, শারীরিক পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
RRB Group D Recruitment 2025 আবেদন পদ্ধতি
এক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। RRB এর পক্ষ থেকে সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই সমস্ত তথ্য ভালো করে দেখে শুনে বুঝে তারপর apply link এর মাধ্যমে আবেদন জানাতে হবে। এই রেলের বিভিন্ন বিভাগের কর্মী নিয়োগের সম্পর্কে আরো জানার জন্য অবশ্যই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ভালো করে দেখে নেবেন।
Short Notification | Download |
RRB Official Website | Click Here |
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।