RRB NTPC 2024 Notification Out: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে মোট ১১৫৫৮ টি শূন্য পদের জন্য কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। যে সমস্ত প্রার্থীরা রেলওয়ে এনটিপিসি নিয়োগের জন্য অপেক্ষা করছিলেন তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হয়েছে সেই নিয়োগের শর্ট বিজ্ঞপ্তি। ভারতবর্ষে যে কোন জেলা থেকে প্রার্থীরা অনলাইনের মাধ্যমে তাদের আবেদন জানাতে পারবে। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
পদের নাম
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে প্রকাশিত শর্ট বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রাজুয়েট লেভেল পোস্ট এবং আন্ডার গ্রাজুয়েট লেভেল পোস্টে নিয়োগ করা হবে। তার মধ্যে গ্যাজুয়েট লেভেলের পোস্টগুলি হল গুডস ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, চিফ কমর্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। আর আন্ডার গ্রাজুয়েট লেভেলের পোস্টগুলি হল কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, একাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন ক্লার্ক।
শূন্য পদ সংখ্যা
এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ১১৫৫৮ টি। তার মধ্যে গ্রাজুয়েট লেভেলের পোস্টগুলোতে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ৮১১৩ টি। তারমধ্যে বুঝতে গুডস ট্রেন ম্যানেজার পদের জন্য ৩১৪৪ টি, স্টেশন মাস্টারের জন্য ৯৯৪ টি, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পদের জন্য ১৭৩৬ টি, জুনিয়র একাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদের জন্য ১৫০৭ টি, এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য শূন্য পদ সংখ্যা রয়েছে ৭৩২ টি।
এছাড়া আন্ডার গ্রাজুয়েট লেভেলের পোস্ট গুলিতে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ৩৪৪৫ টি। তার মধ্যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদের জন্য ২০২২টি, একাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পরের জন্য ৩৬১ টি, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য ৯৯০ টি, এবং ট্রেন ক্লার্ক পদের জন্য ৭২ টি শূন্য পদ রয়েছে।
আবেদনকারীর বয়স সীমা
গ্রাজুয়েট লেভেলের পোস্টগুলোর জন্য আবেদনকারীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে হতে হবে এবং আন্ডারগ্রাজুয়েট লেভেলে পোস্টগুলোর জন্য আবেদনকারীদের সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে বয়স হতে হবে। এই বয়স ১/১/২০২৫ অনুযায়ী হতে হবে। এছাড়া গভমেন্টের নিয়ম অনুযায়ী রিজার্ভ ক্যাটেগরির প্রার্থীদের বয়সের ছাড় থাকবে।
আবেদন মূল্য
Gen, OBC, EWS ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৫০০ টাকা করে দিতে হবে। SC, ST, ESM, মহিলা প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ২৫০ টাকা করে দিতে হবে। তবে CBT -1 এ উপস্থিত প্রার্থীরা তাদের পরীক্ষার ফি ফেরত পাবে। সেক্ষেত্রে Gen, OBC, EWS প্রার্থীদের ৪০০ টাকা এবং SC, ST, ESM, মহিলা প্রার্থীদের ২৫০ টাকা ফেরত দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
গ্রাজুয়েট লেভেলের পোস্টগুলি ক্ষেত্রে আবেদন শুরু তারিখ হল ১৪/৯/২০৩৪ এবং আবেদনের শেষ তারিখ হল ১৩/১০/২০২৪।আন্ডারগ্রাজুয়েট লেভেলের পোস্ট গুলির ক্ষেত্রে আবেদন শুরু তারিখ হল ২১/৯/২০২৪ এবং আবেদনের শেষ তারিখ হল ২০/১০/২০২৪।
শিক্ষাগত যোগ্যতা
যেহেতু এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে, তাই বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা থাকতে হবে প্রার্থীদের। তবে এক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস, গ্রাজুয়েট ডিগ্রি, কম্পিউটার ডিগ্রি করা থাকতে হবে। ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে শুনে বুঝে তারপর নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
নিয়োগ পদ্ধতি
আবেদনকারী প্রার্থীদের CBT লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে।
আরও পড়ুন: রাজ্যে আপার প্রাইমারি নিয়োগ, নির্দেশ দিয়েছে হাইকোর্ট, দেখুন বিস্তারিত
আবেদন করার পদ্ধতি
আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সেজন্য সবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিতে হবে। তারপর বিজ্ঞপ্তি অনুযায়ী আপনি যোগ্য হলে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তারপর লগইন আইডি দিয়ে লগইন করার পর আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। এবং প্রয়োজনীয় ডকুমেন্টস এর ফটো কপি স্ক্যান করে আপলোড করতে হবে ও আবেদন মূল্য জমা করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে আবেদন পত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Notice |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |