ইন্দ্রাণী সরকার, কলকাতা: নর্থ রেলওয়ের তরফ থেকে আবারও গ্রুপ-ডি স্পোর্টস কোটায় কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা রেলের চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। বর্তমানে যে হারে চাকরির অভাব। তবে রেল কর্তৃপক্ষ কিন্তু প্রতিবছর প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করে থাকে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে কোন খেলাধুলার সঙ্গে যুক্ত প্রার্থীরা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে। তবে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য কিন্তু চাকরিপ্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরাই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এবার দেখে নেব কতগুলো শূন্য পদ সংখ্যা রয়েছে, আবেদন প্রক্রিয়া কি রয়েছে, বেতন কত করে দেবে, শিক্ষাগত যোগ্যতা সহ ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য।
পদের নাম ও শূন্য পদ সংখ্যা
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে Group D (Sports Quota) পদে কর্মী নিয়োগ করা হবে। তার জন্য মোট শূন্য পদ সংখা রয়েছে ৩৮ টি।
বয়স সীমা
এক্ষেত্রে সমস্ত আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের বয়স হিসেব করতে হবে ১/৭/২০২৫ তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের অবশ্যই দশম শ্রেণী বা তার সমমানের পরীক্ষায় পাস করতে হবে। এছাড়া যারা উচ্চতর যোগ্যতা সম্পন্ন রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। তবে প্রার্থীদের অবশ্যই খেলার সঙ্গে যুক্ত থাকতে হবে। এছাড়া প্রার্থীকে অবশ্যই ক্যাটাগরি সি চ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধিত্ব করতে হবে বা ফেডারেশন কাপ চ্যাম্পিয়নশিপে (সিনিয়র বিভাগ) কমপক্ষে তৃতীয় স্থান অর্জন করতে হবে। প্রার্থীদের যোগ্যতা সঠিকভাবে জানতে হলে অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবেন।
আবেদন মূল্য
এখানে সাধারণ শ্রেণীর প্রার্থীদের আবেদনমূল্য হিসেবে ৫০০ টাকা করে দিতে হবে। এবং সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীদের (SC, ST, Women, Minorities, EBC) আবেদনমূল্য হিসেবে ২৫০ টাকা করে দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হল ৯/২/২০২৫ এবং অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ হল ৯/৩/২০২৫।
নির্বাচন পদ্ধতি
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের ধাপে ধাপে বিভিন্ন টেস্ট এবং ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
- Sports Trails/Physical Test
- Document Verification
- Medical Examination
আবেদন পদ্ধতি
এক্ষেত্রে সকলকে আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথমে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে এপ্লাই লিঙ্ক খুঁজে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন এবং লগইন করতে হবে। তারপর আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে আবেদন মূল্য প্রদান করতে হবে। তারপর ডকুমেন্ট, ফটো, সিগনেচার ইত্যাদি স্ক্যান করে আপলোড করতে হবে। পুনরায় আবেদন পত্রটি যাচাই করে ফাইনাল সাবমিট করতে হবে। আবেদন প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর আবেদনপত্রের একটি প্রিন্ট আউট অবশ্যই নিজের কাছে রেখে দিতে হবে।
Notification PDF | Download |