অমিত সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মানুষদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে। সেরকমই পশ্চিমবঙ্গ সরকার আবারো একটি প্রকল্প চালু করেছে শিক্ষার্থীদের জন্য। রাজ্যের মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের জন্য সহানুভূতি স্কলারশিপ চালু করেছে। যার দ্বারা সুবিধা পেতে চলেছে রাজ্যের প্রচুর শিক্ষার্থীরা। এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে, এবং যোগ্যতা কি লাগবে, কত টাকা করে পাওয়া যাবে, কিভাবে আবেদন করতে হবে সবটাই পরপর প্রতিবেদনের মাধ্যমে দেখে নেব।
সহানুভূতি স্কলারশিপ (Sahanubhuti Scholarship)
রাজ্য সরকার বিশেষ শিক্ষার্থীদের সহায়তার জন্য চালু করেছে সহানুভূতি স্কলারশিপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক এডুকেশন এক্সটেনশন এন্ড লাইব্রেরী সার্ভিসেস বিভাগ দ্বারা এই প্রকল্পটি চালু করা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্যই হল প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য এবং তাদের স্বপ্ন পূরণের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা।
কাদের জন্য এই সহানুভূতি স্কলারশিপ?
এই স্কলারশিপের জন্য আবেদন করতে হয়ে গেলে শিক্ষার্থীদের বেশ কিছু যোগ্যতার মানদন্ড পার করতে হবে।
- যে সমস্ত শিক্ষার্থী শারীরিক দিক থেকে বা মানসিক দিক থেকে প্রতিবন্ধীর কারণে শিক্ষাক্ষেত্রে বাধা প্রাপ্ত হয়, তারাই এই সুবিধা নিতে পারবে।
- সেক্ষেত্রে প্রতিবন্ধীদের অন্তত ৪০ শতাংশ প্রতিবন্ধী হতে হবে, এবং সরকারি শংসাপত্র থাকা বাধ্যতামূলক।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে।
- এছাড়া যোগ্য শিক্ষার্থীদের অবশ্যই নবম শ্রেণী বা তার ঊর্ধ্বে পড়াশোনা করতে হবে।
- তবে যে সমস্ত শিক্ষার্থীরা কেন্দ্র বা রাজ্য সরকারের অন্য কোন স্কলারশিপ পাচ্ছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।
স্কলারশিপে আবেদন পদ্ধতি
সহানুভূতি স্কলারশিপ এর জন্য শিক্ষার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য শিক্ষার্থীদের সেই স্কলারশিপের আবেদন পত্র জোগাড় করে তা পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র একসঙ্গে যুক্ত করে যেকোনো কর্মদিবসে জেলা জনশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরে গিয়ে জমা দিতে হবে।
প্রয়োজনীয় নথি
এই স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে যে সমস্ত নথির প্রয়োজন হয় সেগুলি নীচে দেওয়া হল।
- প্রতিবন্ধী শংসাপত্র।
- পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র।
- শিক্ষার্থীর পরিচয় পত্র।
- ব্যাংক একাউন্টের পাসবুকের কপি।
- পূর্ববর্তী শ্রেণীর মার্কশিট।
Application Form in Bengali | Download |
Official Guideline in Bengali | Download |
Proforma in Income certificate | Download |
Format – I for Escort Allowance | Download |
Format -II Reader Allowances | Download |