SAIL Recruitment 2024: আবারো পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর পক্ষ থেকে অসংখ্য শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে পারবে। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
SAIL Recruitment 2024
দুর্গাপুর স্টিল প্লান্ট (DSP), স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) এর একটি ইউনিট, একটি মহারত্ন কোম্পানি, M&HS বিভাগের অধীনে ৬০০ বেড বিশিষ্ট মাল্টি স্পেশালিটি ডিএসপি হাসপাতালে ‘প্রফিসিয়েন্সি ট্রেনিং’ গ্রহণ করার জন্য আগ্রহী এবং যোগ্য নার্সদের কাছ থেকে আবেদন গুলি আমন্ত্রণ জানায়। সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কাজে নিযুক্ত করা হবে। এবার দেখে নেব এক্ষেত্রে যোগ্যতা কি হতে হবে, বয়স সময় সীমা কত কি লাগবে কতগুলো শূন্য পদ রয়েছে ইত্যাদি বিষয়।
পদের নাম ও মোট শূন্য পদ সংখ্যা
সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে Proficiency Trainee (Nurse) পদে কর্মী নিয়োগ করা হবে। তার জন্য মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ৫১ টি।
বয়স সীমা
এক্ষেত্রে বাচ্চাদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। সেই বয়স হতে হবে ১/১১/২০২৪ অনুযায়ী। এছাড়া রিজার্ভ কেটে করে প্রার্থীদের বিজ্ঞাপনে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।
শিক্ষাগত যোগ্যতা
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের যে কোন শিক্ষিত বোর্ড বা বিষয়গুলো থেকে বিশ্ববিদ্যালয় থেকে GNM অথবা B.Sc নার্সিং ডিগ্রী করা থাকতে হবে। সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে।
মাসিক বেতন
এক্ষেত্রে চাকরি-প্রার্থীদের প্রতি মাসে ১০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ১৬,১১,২০২৪। ইন্টারভিউয়ের তারিখ হল ৩/১২/২০২৪ থেকে ৫/১২/২০২৪। সকাল ৯ঃ৩০ থেকে বিকেল ৩ টা পর্যন্ত।
নিয়োগ প্রক্রিয়া
এক্ষেত্রে যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
যে সমস্ত ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা ভাবছে উপরোক্ত পদের জন্য আবেদন করবেন তাদেরকে কোনরকম আবেদন করতে হবে না সরাসরি সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউ দিতে চলে যেতে হবে।
ইন্টারভিউর স্থান – DIV স্কুল, ডিএসপি প্রধান হাসপাতালের কাছে, জেএম সেনগুপ্ত রোড, বি-জোন, দুর্গাপুর-৭১৩২০৫। (DIV School, Near DSP Main Hospital, J.M. Sengupta Road, B-Zone, Durgapur – 713205.)।
বিজ্ঞপ্তি নিচে দেওয়া আবেদন পত্রটি A4 পেপারে প্রিন্ট আউট করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফিলাপ করে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস এর ফটোকপি নিয়ে নির্দিষ্ট স্থানে ইন্টারভিউ দিতে চলে যেতে হবে।
Application Form PDF | Click Here |
Official Notification | Click Here |
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।