SBI Clerk নিয়োগ 2024-25: ১৩,৭৩৫ শূন্যপদে আবেদন শুরু, জেনে নিন বিস্তারিত

Published on:

SBI Clerk Notification 2024

SBI Clerk Notification 2024: ভারতের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দারুণ সুখবর, কারণ দেশের বৃহত্তম ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অসংখ্য-শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পক্ষ থেকে অফিসিয়াল ভাবে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে ইচ্ছুক চাকরি প্রার্থীরা স্নাতক ডিগ্রী পাস করা থাকলেই সরাসরি আবেদন জানাতে পারবে। এই প্রতিবেদনে এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

[ez-toc]

SBI Clerk Notification 2024 (পদের নাম ও শূন্য পদ সংখ্যা)

প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে যে পদে কর্মী নিয়োগ করা হবে সে পদের নাম হল জুনিয়ার অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট এন্ড সেলস)। এ পদের জন্য মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ১৩৭৩৫ টি। যার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে ১২৫৪ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।

আবেদনকারীর বয়সসীমা

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। সেই বয়স হিসেব করতে হবে ১/৪/২০২৪ তারিখ অনুযায়ী। এছাড়া রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

মাসিক বেতন

উপরোক্ত পদে চাকরি পেলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সমস্ত চাকরিপ্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৬,৭৩০ টাকা করে। এক্ষেত্রে যারা মুম্বাইয়ের মত মেট্রোপলিটন শহরে চাকরি পেলে তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ৪৬,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা

এক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীরা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রী করা থাকলেই এ পদের জন্য আবেদন করতে পারবে। এছাড়া এর পাশাপাশি ফাইনাল সেমিস্টারের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে এক্ষেত্রে তাদের ৩১/১২/২০২৪ তারিখের মধ্যে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এবং চাকরিপ্রার্থীদের অবশ্যই স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবেন।

গুরুত্বপূর্ণ তারিখ

এক্ষেত্রে আবেদনের অনলাইন প্রক্রিয়া শুরুর তারিখ হল ১৭/১২/২০২৪, এবং আবেদনের শেষ তারিখ হল ৭/১/২০২৫।

আবেদন মূল্য

Gen, OBC, EWS ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৭৫০ টাকা করে দিতে হবে। এছাড়া ST/ SC/ XS/DXS কোন টাকা দিতে হবে না।

নিয়োগ পদ্ধতি

এক্ষেত্রে সমস্ত আবেদনকারী প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা তারপরে মেইন পরীক্ষা এবং সবশেষে স্থানীয় ভাষার একটি পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র গুলি হল– আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি।

আবেদন পদ্ধতি

এক্ষেত্রে সমস্ত ইচ্ছুক প্রার্থীদের আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথমে প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যদি প্রার্থী যোগ্য হয়ে থাকে তাহলে অ্যাপ্লাই লিঙ্ক খুঁজে প্রথমে রেজিস্ট্রেশন তারপরে লগইন আইডি দিয়ে লগইন করার পর সম্পূর্ণ আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি সঠিক সাইজ মত আপলোড করে আবেদনমূল্য জমা করে সাবমিট করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সমাপ্ত করে আবেদন পত্রের একটি প্রিন্ট আউট অবশ্যই নিজের কাছে রেখে দিতে হবে।

Official Notification Download
SBI Clerk Online Application Link Click Here

Indrani Sarkar

ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। বিশেষত, চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে তা পৌঁছে দেওয়া তাঁর অন্যতম পছন্দের কাজ। তাঁর লেখার মাধ্যমে পাঠকদের কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য এবং নির্দেশনা প্রদান করা প্রধান লক্ষ্য।