SBI ক্রেডিট কার্ডের বড় আপডেট! নতুন নিয়ম জানলেই লাভবান হবেন

Published on:

SBI Credit Card

অমিত সরকার, নয়াদিল্লি: যে সমস্ত মানুষ SBI অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নিজেদের ব্যাংকের একাউন্ট খুলেছেন তাদের জন্য রয়েছে বিশেষ খবর। কারণ সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া SBI কার্ড ব্যবহারকারীদের জন্য বড় ঘোষণা করেছে। আসলে রিওয়ার্ড পয়েন্ট প্রোগ্রামের একটি নতুন পরিবর্তন আনা হয়েছে যা কার্যকর হবে ৩১ মার্চ ২০২৫ এবং ১ এপ্রিল ২০২৫ থেকে। এবার আমরা জেনে নেব এই পরিবর্তন গুলি কিভাবে মানুষকে প্রভাবিত করবে এবং কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে।

কোন কোন কার্ডে রিওয়ার্ড পয়েন্ট এর নিয়মগুলি প্রযোজ্য

আসলে রিওয়ার্ড পয়েন্ট প্রোগ্রামে এই নতুন পরিবর্তন গুলি নির্দিষ্ট কিছু কেনাকাটা গ্রাহকদের উপার্জিত রিওয়ার্ড পয়েন্ট এর সংখ্যাকে প্রভাবিত করবে, কিছু বিভাগের পয়েন্ট হ্রাস পাবে। এবার আমরা দেখে নেব এই নিয়মগুলি কোন কোন কার্ড গুলিতে প্রযোজ্য হবে-

  • SimplyCLICK SBI কার্ড।
  • Air India SBI প্লাটিনাম ক্রেডিট কার্ড।
  • Air India SBI সিগনেচার ক্রেডিট কার্ড।

SimplyCLICK SBI কার্ডধারীদের জন্য পরিবর্তন

ধরুন যদি কোন ব্যক্তির এই কার্ড থেকে থাকে তাহলে সেই ব্যক্তির সম্ভবত Swiggy – র মাধ্যমে অনলাইনে খরচ করার ক্ষেত্রে ১০X রিওয়ার্ড পয়েন্ট এর সাথে পরিচিত। সে ক্ষেত্রে নতুন নিয়ম চালু হলে এর সুবিধা ৫X রিওয়ার্ড পয়েন্টে হ্রাস পাবে। অর্থাৎ Swiggy তে অর্ডার করার জন্য সে ব্যক্তি কম পয়েন্ট অর্জন করবে।

আরো পড়ুন: LIC-এর নতুন স্কিম! মাত্র একবার টাকা জমা করুন, সারা জীবন পেনশন পান

কোন কোন ক্ষেত্রে বেশি পয়েন্ট মিলে

যেমন বিভিন্ন ক্ষেত্রে পয়েন্ট কমে যায় তেমনি আবার বেশ কয়েকটি জনপ্রিয় প্ল্যাটফর্ম থেকে অনলাইন কেনাকাটায় ১০ গুন রিওয়ার্ড পয়েন্ট অর্জন করতে পারবেন। যার মধ্যে রয়েছে-

  • Apollo 24X7
  • BookMyShow
  • Cleartrip
  • Domino’s
  • Myntra
  • IGP
  • Netmeds
  • Yatra

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।