SBI Scholarship 2024: এই স্কলারশিপে মিলবে ১৫,০০০ টাকা, দেখে নিন বিস্তারিত

SBI Scholarship 2024

SBI Scholarship 2024: সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আরো একটি স্কলারশিপের খবর নিয়ে চলে এসেছি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সকল স্কুল পড়ুয়া, কলেজ এবং স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীদের জন্য একটি স্কলারশিপ এর ব্যবস্থা করেছে। অর্থের অভাবে যেন কোন মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনা নষ্ট না হয়, তারা যেন ঠিকমতো পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য এই স্কলারশিপ এর ব্যবস্থা করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই প্রতিবেদনে এই স্কলারশিপ সম্পর্কে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারত সরকার অধিকৃত একটি সরকারি ব্যাংক যার পক্ষ থেকে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্যের জন্য একটি স্কলারশিপ এর ব্যবস্থা করেছে। এই স্কলারশিপের মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধীনে থাকা SBI Foundation পাঠরত পড়ুয়াদের ১৫,০০০ টাকা থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপের সুযোগ রয়েছে। এই স্কলারশিপ স্কুল পড়ুয়া, কলেজ এবং পোস্ট গ্রেজুয়েশন পড়া ছাত্রছাত্রীরা পাবে। এক্ষেত্রে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী, স্নাতক এবং পোস্ট গ্রেজুয়েশন পড়া ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

SBI স্কলারশিপের টাকার পরিমান

স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য এই স্কলারশিপের মাধ্যমে ১৫,০০০ টাকা, গ্রাজুয়েশন স্তরে ছাত্রছাত্রীদের জন্য ৫০,০০০ টাকা এবং পোস্ট গ্রেজুয়েশন ছাত্র-ছাত্রীদের জন্য ৭০,০০০ টাকা করে দেওয়া হবে।

SBI স্কলারশিপে আবেদনের জন্য যোগ্যতা

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। এবং সেই সমস্ত ছাত্রছাত্রীদের পূর্ববর্তী পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর থাকতে হবে। এবং ৫০ শতাংশ আসন আবশ্যিকভাবে মহিলা প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে। এছাড়া তপশিলি জাতি এবং উপজাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে। এবার আমরা দেখে নেব স্কুল কলেজে পড়া ছাত্র-ছাত্রীদের কি কি যোগ্যতা থাকতে হবে।

  1. স্কুলে পড়া ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের অবশ্যই ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে পাঠরত থাকতে হবে এবং আবেদনকারীর পারিবারিক বার্ষিক হয় অবশ্যই তিন লক্ষ টাকার কম হতে হবে।
  2. কলেজে এবং পোস্ট গ্রেজুয়েশন পড়া ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই পূর্ববর্তী শিক্ষাবর্ষে পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর থাকতে হবে এবং প্রার্থীর পারিবারিক আয় ৬ লক্ষ টাকার কম হতে হবে। এছাড়া প্রার্থীকে অবশ্যই NIRF এর অন্তর্ভুক্ত সেরা ১০০ টি কলেজের মধ্যে যেকোনো একটি কলেজে পড়াশোনা করতে হবে।

আরও পড়ুন: Tata Scholarship 2024: প্রত্যেক ছাত্র-ছাত্রী পাবে ১২ হাজার টাকা করে

SBI স্কলারশিপে অনলাইনে আবেদন করার পদ্ধতি

এক্ষেত্রে সমস্ত ছাত্রছাত্রীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তবে এক্ষেত্রে আবেদন প্রক্রিয়াটি SBI এর উদ্যোগে এবং Buddy4study মাধ্যমে সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ হল ১/১০/২০২৪। ছাত্রছাত্রীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তারপরে লগইন আইডি দিয়ে লগইন করতে হবে। তারপর ‘এসবিআইএফ আশা স্কলার্শিপ’ এ ক্লিক করতে হবে। প্রয়োজনীয় সমস্ত সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর টার্মস এন্ড কন্ডিশন স্বীকার করে প্রিভিউ বাটনে ক্লিক করতে হবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

শেয়ার করুন

শেয়ার করুন

সর্বশেষ আপডেট