SBI SO Assistant Manager Engineer Recruitment 2024: সম্প্রতি স্টেট ব্যাংকের পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের যেকোনো জেলা থেকে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবে, এক্ষেত্রে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ১৬৯ টি। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন। এবার দেখে নেব আবেদন করতে হলে যোগ্যতা কি লাগবে, বয়স সীমা কত কি হতে হবে, বেতন কত করে দেবে ইত্যাদি বিষয়।
সুচিপত্র
স্টেট ব্যাঙ্কে কর্মী নিয়োগ (SBI SO Assistant Manager Engineer Recruitment 2024)
নিয়োগ সংস্থা | State Bank Of India (SBI) |
বিজ্ঞাপন নং | CRPD/SCO/2024-25/18 |
পোস্টের নাম | SO Assistant Manager Engineer |
মোট শূন্যপদ | ১৬৯ টি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১২/১২/২০২৪ |
অফিসিয়াল ওয়েবসাইট | sbi.co.in |
পদের নাম ও শূন্য পদ সংখ্যা
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে SO Assistant Manager Enginner পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ১৬৯ টি।
- Assistant Manager (Enginner -Civil) – মোট ৪৩ টি শূন্য পদ সংখ্যা রয়েছে।
- Assistant Manager (Enginner -Electrical) – মোট ২৫ টি শূন্য পদ সংখ্যা রয়েছে।
- Assistant Manager (Enginner -Fire)- মোট ১০১ টি শূন্য পদ সংখ্যা রয়েছে।
আবেদনকারীর বয়সসীমা
প্রকাশিত official বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Engineer – Civil/Electrical) পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। এছাড়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Engineer -Fire) পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। উভয় ক্ষেত্রেই বয়স হিসেব করতে হবে ০১-১০-২০২৪ তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা
- Assistant Manager (Engineer -Civil) পদের ক্ষেত্রে আবেদনকারীদের যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে নূন্যতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ওপর ব্যাচেলার ডিগ্রী করা থাকতে হবে।
- Assistant Manager (Enginner -Electrical) পদের ক্ষেত্রে আবেদনকারীদের যে কোন স্বীকৃত ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে নূন্যতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ওপর ব্যাচেলার ডিগ্রী করা থাকতে হবে।
- Assistant Manager (Enginner -Fire) পদের ক্ষেত্রে আবেদনকারীদের B.E (Fire) ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ (NFSE ) নাগপুর থেকে অথবা B.E/B.Tech (সেফটি এন্ড ফায়ার ইঞ্জিনিয়ারিং) অথবা B.E/B.Tech (ফায়ার টেকনোলজি এন্ড সেফটি ইঞ্জিনিয়ারিং) অথবা আবেদনকারীকে UGC স্বীকৃত বিশ্ববিদ্যালয়/AICTE অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ফায়ার সেফটি তে সমতুল্য চার বছরের ডিগ্রী করা থাকতে হবে।
নির্বাচন প্রক্রিয়া
Assistant Manager (Engineer -Civil/Electrical) পদের ক্ষেত্রে অনলাইন রিটেন টেস্ট এন্ড ইন্টারেকশন এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। Assistant Manager (Engineer -Fire) ওদের ক্ষেত্রে প্রার্থীদের প্রথমে শর্ট লিস্ট করা হবে তারপর ইন্টারেকশন এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হল ২১/১১/২০২৪, অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হলো ২২/১১/২০২৪। অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ হল ১২/১২/২০২৪।
আবেদন মূল্য
Gen/OBC/EWS ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৭৫০ টাকা করে দিতে হবে। SC/ ST/PWD ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে কোন টাকা দিতে হবে না।
আবেদন পদ্ধতি
সকলকে আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদন করার আগে অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে। তারপর apply link খুঁজে প্রথমে রেজিস্ট্রেশন তারপরে লগইন আইডি দিয়ে লগইন করে আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস এর ফটোকপি স্ক্যান করে আপলোড করে আবেদনমূল্য জমা করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সমাপ্ত করে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
আবেদন Link | Apply Now |
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
অফিসিয়াল ওয়েবসাইট | Visit Now |
আরও পড়ুন: NLC ইন্ডিয়া লিমিটেড কর্মী নিয়োগ, মোট শূন্য পদ সংখ্যা ৩৩১ টি
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (Frequently Asked Questions)
প্রশ্ন.১ স্টেট ব্যাঙ্ক SO Assistant Manager Engineer নিয়োগ প্রক্রিয়া কতটি শূন্য পদ রয়েছে?
উত্তর. মোট ১৬৯ টি শূন্যপদ রয়েছে।
প্রশ্ন.২ স্টেট ব্যাঙ্ক SO Assistant Manager Engineer নিয়োগ প্রক্রিয়া আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ কবে?
উত্তর. আবেদন শুরু তারিখ ২১/১১/২০২৪ এবং আবেদন শুরু তারিখ ১২/১২/২০২৪।
প্রশ্ন.৩ স্টেট ব্যাঙ্ক SO Assistant Manager Engineer নিয়োগ প্রক্রিয়ায় বয়সসীমা কত হতে হবে?
উত্তর. প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
অমিত ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত অমিত। তিনি চাকরির এবং পরীক্ষার রেজাল্ট বিষয়বস্তু খবর সম্পর্কিত তথ্য তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। অমিত সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।