আগামী বছরে মাধ্যমিক পরীক্ষা কবে? গুরুত্বপূর্ণ আপডেট এখানে

Published on:

secondary exam date 2025

অমিত সরকার, কলকাতা: ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে। তারপর মার্চের ৩ তারিখ থেকে শুরু হয়ে গেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। কিন্তু আগামী ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। বছরের শুরুর দিক থেকে শাসকদল ভোট নিয়ে আগ্রহী হয়ে পড়বে। তাই আগামী বছরে মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আসতে পারে বলে জানা গেছে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্র অনুযায়ী এমনটাই ইঙ্গিত মিলছে। প্রাথমিকভাবে খবর অনুযায়ী জানা গেছে যে মধ্যশিক্ষা পর্ষদ নাকি সেই প্রস্তুতি নিতে শুরু করেছে যে আগামী টেস্ট পরীক্ষা ঠিক কখন নেওয়া হবে। এ বিষয়ে এখনো অফিশিয়ালি এবং পাকাপাকিভাবে কোন খবর নেই তবে অনেকে মনে করছেন যে ২০২৬ এ ভোটের কারণে মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আসতে পারে।

আগামী বছরে মাধ্যমিক পরীক্ষা কবে?

মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে কিন্তু এখনো ২০২৬ এর পরীক্ষার রুটিন ঘোষণা করেনি এবং পরীক্ষার তারিখও কিন্তু কোন রকম ঘোষণা করা হয়নি। প্রতিবছর নিয়মিত ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা হয়ে থাকে আর সেই মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার সপ্তাহখানেক এর মধ্যেই শুরু হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাদের টেস্ট পরীক্ষাগুলি হয়ে থাকে নভেম্বরে শেষ দিকে বা ডিসেম্বরের দিকে। যেহেতু আগামী বছর এপ্রিল বা মে মাসের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ও ঘোষণা হলে স্বাভাবিকভাবে সেই ভোটের আগে কিন্তু পরীক্ষা শেষ হওয়ার কথা। তাই সকলেরই মনে হচ্ছে যে আগামী বছর পরীক্ষার দিনক্ষণ এগিয়ে আসার সম্ভাবনাই বেশি। আর যদি পরীক্ষায় এগিয়ে আসে তাহলে দুর্গাপুজোর পর অক্টোবরই কিন্তু টেস্ট পরীক্ষা হতে পারে মাধ্যমিকের। আর মেইন পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে জানুয়ারির শেষে। এবার এটাই দেখার পালা যে মধ্যশিক্ষা পর্ষদ কি সিদ্ধান্ত নিচ্ছে? ভোটের কারণে পরীক্ষা আগে যাবে, না ঠিক টাইমেই হবে।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।