সম্প্রতি স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SIDBI) এর পক্ষ থেকে একাধিক শূন্য পদে ম্যানেজার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা মোটা বেতনের চাকরি খুঁজছিলেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। এক্ষেত্রে ভারতবর্ষের যে কোন জেলা থেকে ইচ্ছুক প্রার্থীরা আবেদন জানাতে পারবে। প্রার্থীদের আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
পদের নাম ও শূন্য পদ সংখ্যা
সংস্থার পক্ষ থেকে যে পদের জন্য কর্মী নিয়োগ করা হবে সে পদটি হল Manager in Grade ‘B’ । ম্যানেজার পদের জন্য মোট ৩৫ টি শূন্য পদ রয়েছে।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ হল ৭/৯/২০২৪ এবং আবেদনের শেষ তারিখ হল ৩০/৯/২০২৪।
বয়স সীমা
আবেদনকারীদের সর্বোচ্চ বয়সসীমা হল ৩৭ বছর। সেই বয়স কিন্তু ৩১/৮/২০২৪ অনুযায়ী হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
ইচ্ছুক আবেদনকারীদের উপরোক্ত পদে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাসঙ্গিক বিষয়ে গ্রাজুয়েট ডিগ্রি/মাস্টার ডিগ্রী/পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে।
মাসিক বেতন
ম্যানেজার গ্রেড “B” পদে কর্মরত প্রার্থীদের প্রতি মাসে ৫৫,২০০ টাকা থেকে ৯৯,৭৫০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে। এর সঙ্গে প্রযোজ্য ভাতা ও রয়েছে।
নির্বাচন পদ্ধতি
আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে একটি শর্ট লিস্ট তৈরি করা হবে এবং পার্সোনাল ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীরা আবেদন দুই ভাবে করতে পারে। অনলাইনের মাধ্যমে ইমেইল পাঠিয়ে এবং অপরটি অফলাইনের মাধ্যমে কাগজপত্র পোস্ট অফিসের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিয়ে।
Email Address – recruitment@sidbi.in
Postal Address – CGM(HRDV), SWAVALAMBAN BHAVAN, Plot No. C-11, ‘G’ Block, Bandra Kurla Complex, Bandra (East), Mumbai – 400051, Maharashtra.
অফলাইনের মাধ্যমে আবেদন করতে হলে প্রার্থীদের প্রথমে আবেদন পত্রটি ডাউনলোড করে A4 পেপারে প্রিন্ট আউট করে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে, তারপর প্রয়োজনীয় কাগজপত্র একসঙ্গে যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আরও পড়ুন: ইন্দো তিব্বত বর্ডারে কনস্টেবল নিয়োগ, যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস
গুরুত্বপূর্ণ লিঙ্ক
আবেদনপত্র | Download PDF |
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
অমিত ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত অমিত। তিনি চাকরির এবং পরীক্ষার রেজাল্ট বিষয়বস্তু খবর সম্পর্কিত তথ্য তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। অমিত সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।