স্মার্ট ফোন দেওয়া হবে সমস্ত আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের! বাজেটে বড় ঘোষনা

Published on:

ASHA and Anganwadi workers

অমিত সরকার, কলকাতা: আজ ১২ ই ফেব্রুয়ারি বুধবার চলতি বছরের রাজ্যের বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই বাজেটে মোটামুটি সকলের জন্যই রয়েছে খুশির খবর। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই বর্তমান সরকার অর্থাৎ তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে। আর সেই বাজেটেই রয়েছে আশা কর্মীদের এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সুখবর। খুশির খবর হলো এই যে সমস্ত আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্ট ফোন দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

আশা কর্মীদের জন্য বড় ঘোষণা

বুধবার রাজ্যের বাজেটে বড় ঘোষনা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবার সমস্ত আশা কর্মীদের দিতে চলেছে স্মার্টফোন। এছাড়াও এই বাজেটে এদিন একাধিক নতুন নতুন ঘোষণা করা হয়েছে। পড়ুয়াদের যেমন অনলাইনে পড়াশোনার জন্য ট্যাবের টাকা দেয় সরকার, তেমনিভাবে বাংলার আশা কর্মীদের হাতেও তুলে দিতে চাইছে স্মার্টফোন। বাজেট ঘোষণার সময় এই দিন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন যে ৭০ হাজার আশা কর্মীকে স্মার্টফোন দেওয়া হবে। এর জন্য নাকি ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমরা এর আগেও কানাঘুসো শুনেছি যে আশা কর্মীদের স্মার্টফোন দেওয়া হবে এবার সেটাকে সত্যি করতে চলেছে মমতার সরকার। যেহেতু রাজ্যে ৭০ হাজারকে এই স্মার্ট ফোন দেওয়া হবে তাই সকলকে একসঙ্গে দেওয়া সম্ভব নয়, ধাপে ধাপে সকলকে সেই স্মার্টফোন দেওয়া হবে বলে জানা গিয়েছে।

স্মার্টফোন দেওয়ার কারণ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আইসিডিএস আশা কর্মীদের স্মার্টফোন দেওয়া হবে। তবে বাজেট পেশার সময় এই বিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্য আরো বলেন যে আশা কর্মী এবং অঙ্গনওয়ারী কর্মীদেরও স্মার্টফোন দেওয়া হবে। কারণ আশা কর্মী ও অঙ্গনওয়ারী কর্মীরা জনস্বাস্থ্য পরিকাঠাম এবং স্থানীয় মানুষদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরির কাজ করে থাকে। আর তাদের এই কাজ খুবই গুরুত্বপূর্ণ। আর বর্তমান সময় হল ডিজিটাল সময়। এখন বেশিরভাগ কাজই অনলাইনের মাধ্যমে করতে হয়। এর ফলে যোগাযোগ আর দ্রুত এবং দ্রুত কাজকর্মে সুবিধার জন্য এবং তাদের সেই কাজকে সম্মান জানানোর জন্যই ৭০ হাজার আশা কর্মীকে স্মার্টফোন দেওয়া হবে। এছাড়া এক লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মীকেও স্মার্টফোন দেওয়া হবে বলে জানা গেছে।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।