দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরিপ্রার্থীদের কাজের অবস্থান কিন্তু রয়েছে দক্ষিণ 24 পরগনায়। তবে এটি কিন্তু সম্পূর্ণ চুক্তিভিত্তিক একটি চাকরি। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
পদের নাম ও শূন্য পদ সংখ্যা
দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৩৭ টি।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
অফলাইনের মাধ্যমে আবেদনের শুরুর তারিখ হল ২৭/৮/২০২৪ এবং অফলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ হল ২০/৯/২০২৪।
বয়স সীমা
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে হতে হবে। এবং সেই বয়স ১-১-২০২৪ অনুযায়ী হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
হোমিওপ্যাথি মেডিকেল অফিসার- আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে হোমিওপ্যাথি নিয়ে ব্যাচেলার ডিগ্রী করা থাকতে হবে, অথবা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি/গ্রাজুয়েশন ডিগ্রী করা থাকতে হবে। এছাড়া প্রার্থীদের বাংলা ভাষা বলতে এবং লিখতে জানতে হবে।
আয়ুর্বেদিক মেডিকেল অফিসার- আগ্রহী প্রার্থীদের যেকোন স্বীকৃত ইনস্টিটিউট থেকে উচ্চ মাধ্যমিক পাস এবং সঙ্গে আয়ুর্বেদ নিয়ে ব্যাচেলার ডিগ্রী করা থাকতে হবে। এছাড়া প্রার্থীদের বাংলা ভাষা বলতে এবং লিখতে জানতে হবে।
মাসিক বেতন
উপরোক্ত পদগুলিতে যদি আপনি চাকরি পান তাহলে আপনাকে প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৬ হাজার টাকা করে।
নিয়োগ পদ্ধতি
আবেদনকারী প্রার্থীদের ডিগ্রী অনুযায়ী তাদের প্রাপ্ত নম্বরের উপর একটি শর্টলিস্ট তৈরি করা হবে, তারপর সেই লিস্ট অনুযায়ী ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
আরও পড়ুন: রাজ্যের স্বাস্থ দপ্তরে কর্মী নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ
আবেদন পদ্ধতি
আবেদন অফলাইন এর মাধ্যমে করতে হবে। সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিতে হবে। তারপর অফিসিয়াল বিজ্ঞপ্তি নীচে আবেদনপত্র রয়েছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর আবেদনপত্র সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টসের ফটোকপি একসঙ্গে যুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভোরে ডাকযোগের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র সহ অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।