সাউথ সেন্টার রেলওয়ের পক্ষ থেকে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের যেকোনো যোগ্য প্রার্থীরা অনলাইনে মাধ্যমে নিজেদের আবেদন জানাতে পারবে। ইচ্ছুক প্রার্থীরা এই প্রতিবেদন থেকে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন।
পদের নাম ও শূন্য পদ সংখ্যা
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দক্ষিণ মধ্য রেলওয়ে বিভিন্ন বিভাগে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। এক্ষেত্রে মোট শূন্য সংখ্যা রয়েছে ৪২৩২ টি।
বয়স সীমা
এক্ষেত্রে প্রতিটি প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স সীমায় ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের সর্বনিম্ন ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাস করতে হবে এর পাশাপাশি প্রার্থীর ITI সার্টিফিকেট থাকতে হবে।
এপ্রেন্টিস প্রশিক্ষণের প্রয়োজনীয়তা
বর্তমান সময়ে বিভিন্ন রেল বিভাগ থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে অ্যাপ্রেন্টিকের চাহিদা বৃদ্ধি পেয়েছে। যেকোনো সরকারের অভিজ্ঞতা অর্জন করার ক্ষেত্রে একটি অন্যতম হলো অ্যাপ্রেন্টিস এর প্রশিক্ষণ। এতে করে প্রার্থীরা যেমন প্রতি মাসে কিছু বেতন পায় এছাড়া চুক্তিভিত্তিক প্রশিক্ষণ নিয়ে নিজেদের দক্ষতা এবং অভিজ্ঞতা বৃদ্ধি করতে পারে।। প্রশিক্ষণের শেষে কিন্তু সেই প্রার্থীদের সংস্থার পক্ষ থেকে অভিজ্ঞতার সার্টিফিকেট প্রদান করা হয়। যা পরবর্তী কোনো চাকরি ক্ষেত্রে সুবিধা দেয়।
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনের মাধ্যমে আবেদনের শুরু তারিখ হলো ২৮/১২/২০২৪ এবং আবেদনের শেষ তারিখ হলো ২৭/১/২০২৫।
আবেদন মূল্য
Gen, OBC, EWS ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০ টাকা করে দিতে হবে। এক্ষেত্রে SC, ST শ্রেণীর প্রার্থীদের কোন রকম আবেদন মূল্য দিতে হবে না।
নিয়োগ পদ্ধতি
এক্ষেত্রে প্রার্থীদের রেজাল্টের উপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি করা হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
সকলকে আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথমে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে শুনে নিয়ে তারপর নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। আবেদন প্রক্রিয়ার শেষে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট অবশ্যই নিজের কাছে রেখে দেবেন।
Official Notification | Download |
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।