South Eastern Railway Recruitment 2024: মোট ১২০২ টি শূন্য পদে হবে নিয়োগ, দেখে নিন বিস্তারিত

South Eastern Railway Recruitment 2024: দক্ষিণ পূর্ব রেলের কর্মকর্তারা সম্প্রতি একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন। সমস্ত যোগ্য প্রার্থীরা এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে নিজের আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

দক্ষিণ পূর্ব রেলওয়ে নিয়োগ (South Eastern Railway Recruitment 2024)

দক্ষিণ পূর্ব রেলওয়ের পক্ষ থেকে ১২০২ টি পদ পূরণের জন্য একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এখানে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন জানাতে পারবে। এবার দেখে নেব আবেদনকারীর বয়স কত কি হতে হবে? বেতন কত করে দেবে? কতগুলি শূন্যপদ রয়েছে? আবেদনের লাস্ট ডেট কবে? এই সমস্ত একাধিক বিষয়ে। ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে দেখে শুনে বুঝে নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

পদের নাম

সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী দক্ষিণ পূর্ব রেলওয়েতে সহকারী লোকো পাইলট এবং ট্রেন ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ সংখ্যা

দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১২০২ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

  • Assistant Loco Pilot- ৮২৭ (UR-৪২০, SC-১২৯, ST-৭৪, OBC -২০৪) টি শূন্য পদ।
  • Trains Manager- ৩৭৫ (UR-১৮৮, SC-৫৯, ST-২৭, OBC-১০১) টি শূন্য পদ।

শিক্ষাগত যোগ্যতা

Assistant Loco Pilot ক্ষেত্রে আবেদনকারীদের মাধ্যমিক পাস এবং আইটিআই, ডিপ্লোমা ডিগ্রী করা থাকতে হবে এবং Trains Manager ক্ষেত্রে আবেদনকারীদের যে কোন স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যে কোন ডিগ্রী অথবা তার সমতুল্য ডিগ্রি করা থাকতে হবে।

বয়স সীমা

সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে এবং সেই বয়স কিন্তু ১-৭-২০২৪ অনুযায়ী হতে হবে।

বেতন

আবেদনকারীদের যদি চাকরি হয় তাহলে তাদের প্রতি মাসে বেতন দেবে পোস্ট অনুযায়ী। প্রতি মাসে তারা বেতন পাবে ৫২০০ টাকা থেকে ২০২০০ টাকার মধ্যে।

নিয়োগ পদ্ধতি

এক্ষেত্রে আবেদনকারীদের প্রথমে CBT টেস্ট, তারপর অ্যাপটিটিউট টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১৩/০৫/২০২৪ তারিখে। আবেদন শুরু হয়েছে ১৩/০৫/২০২৪ তারিখে এবং আবেদনের লাস্ট ডেট রয়েছে ১২/০৬/২০২৪ পর্যন্ত।

কিভাবে আবেদন করবেন?

প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • সবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিতে হবে।
  • তারপর প্রতিবেদনের নিচে দেওয়া এপ্লাই লিংকে গিয়ে ক্লিক করে পরপর ধাপে ধাপে সমস্ত প্রসেস কমপ্লিট করে নিতে হবে।
  • যা যা ডকুমেন্ট চেয়েছে সে সমস্ত ডকুমেন্টের ফটোকপি সঠিক সাইজ মত আপলোড করে দিতে হবে।
  • নির্দিষ্ট তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
  • আবেদনপত্রের একটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দিতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটappr-recruit.co.in
অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Here

আপনি যদি বিভিন্ন রকম তথ্য এবং চাকরির আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের ‘ডেলিখবরবাংলা’ ওয়েবসাইটের Telegram এবং WhatsApp চ্যানেলটি ফলো করে রাখুন।

Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত অমিত। তিনি চাকরির এবং পরীক্ষার রেজাল্ট বিষয়বস্তু খবর সম্পর্কিত তথ্য তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। অমিত সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।

শেয়ার করুন: