SSC-র ২৬ হাজার চাকরির ভবিষ্যৎ, আজ কী বলবে সুপ্রিম কোর্ট?

By Amit Sarkar

Published on:

ssc supreme court decision today

রাজ্য স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি আজ বৃহস্পতিবার হবে সুপ্রিম কোর্টে। গত বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু ঐদিন শুনানি হয়নি তাই ডিভিশন জানিয়েছিল উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার মামলা শুনানি হবে সকাল 11 টা নাগাদ মামলাটি উঠতে পারে বলে জানা যায় সূত্রের খবর অনুযায়ী। এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার ডিভিশন বেঞ্চে।

এর আগে একটি মামলাটির শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে। তারপর ওই বেঞ্চে চাকরি বাতিলের নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। এরপর প্রধান বিচারপতি হিসেবে সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের নিযুক্ত হওয়ার পরে মামলাটি প্রথমবার তার এজলাসে উঠেছিল তখন প্রধান বিচারপতি জানিয়েছিলেন পুরো প্যানেল বাতিল হবে নাকি বেআইনিভাবে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হবে তা নিয়ে শুনানি হবে।

এর আগে গত ২২শে এপ্রিল ২০১৬  সালের SSC-র নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। তার ফলে ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষা কর্মীর চাকরি বাতিল হয়। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদের ডিভিশন বেঞ্চে এই রায় দেওয়া হয়েছিল। এরপর হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে আপিল মামলা করে রাজ্য। তারপর হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট, এবার আজ সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেদিকেই নজর সবার।

Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।