SSC Case Update: আবারো পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি। মঙ্গলবার সুপ্রিম কোর্টের তালিকায় দুটি মামলার সুনামি নির্দিষ্ট করা ছিল একটি চাকরি বাতিলের এবং OBC বাতিলের। তবে এসএসসির চাকরি বাতিল মামলা সুনামি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চে। তবে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মামলার শুনানি হবে জানুয়ারি মাসের 15 তারিখে। আর সেই দিনই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলা কতজন যোগ্য, কতজন অযোগ্য সেই তালিকা জমা করতে বলেছে সুপ্রিম কোর্ট।
আসলে গত বছর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই রায় দিয়েছিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। এর ফলে একসঙ্গে রাজ্যের ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও শিক্ষা কর্মী চাকরি হারিয়েছিলেন। পরে এই মামলা জন্য রাজ্য হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করে। তবে মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরি হারাদের একাংশ কিন্তু মামলা করেছিলেন। ঠিক তার পরেই কলকাতা হাইকোর্টের সেই রায় কে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে সেই মামলার পরবর্তী শুনানি ছিল জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। কিন্তু এরই মাঝে আবারো সেই শুনানির তারিখ পিছিয়ে গেল এবং আগামী তারিখ হল জানুয়ারি মাসের ১৫।
মামলা শুনানি পিছানোর কারণ
প্রধান বিচারপতি এদিন মামলার শুনানিতে বলেন, “আমরা আবেদনকারীদের তরফের বক্তব্য শুনেছি। অপর পক্ষের বক্তব্য শোনা বাকি আমরা আগে সেটা শুনবো। তবে সামনে সোমবার আমরা সেটা শুনতে পারি, কিন্তু সামনে সোমবার যেহেতু ছুটি রয়েছে সেহেতু তিনি আরো বলেন যে তাহলে পরবর্তী কাজের দিনে শুনবো। তবে আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন বাংলায় অসংখ্য চাকরি-প্রার্থীরা অপেক্ষায় রয়েছেন। এর উত্তরে প্রধান বিচারপতি জানান যে আমরা সবাইকে পর্যাপ্ত সময় দিতে চাই, । চাকরিপ্রার্থীদের আরেকজন আইনজীবী বলেন যে সিবিআইকে যোগ্য ও যোগ্যদের তালিকা প্রকাশ করতে বলুন। উত্তরে প্রধান বিচারপতি জানান সেই তালিকা দেবে। সেই তালিকা পাওয়ার পরেই পরবর্তী মামলার শুনানি হবে আগামী ১৫ই জানুয়ারি দুপুর ২ টোয়।