২৭শে আগস্ট অবশেষে দীর্ঘ অপেক্ষার পর পূর্ব রিজিয়ন অর্থাৎ SSC কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন গ্রাজুয়েট লেভেল এক্সাম অর্থাৎ SSC CGL ২০২৪ পরীক্ষা এডমিট কার্ড স্ট্যাটাস প্রকাশিত হয়েছে। অফিসিয়ালি ভাবে আবেদন এবং এডমিটের স্ট্যাটাস তার সঙ্গে পরীক্ষার ভেন্যু সমস্ত কিছু তথ্য দেখে নিতে পারবে।
SSC CGL Admit Card 2024
অন্যান্য রিজিয়নের অ্যাডমিট কার্ড স্ট্যাটাস আগেই প্রকাশিত হয়ে গেছে। যেমন পূর্ব রিজিয়ানের মধ্যে আছে পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, উড়িষ্যা, সিকিম, এবং আন্দামান নিকোবর। আর অবশেষে ২৭শে আগস্ট প্রকাশিত হয়েছে ইস্টার্ন রিজিয়নের স্ট্যাটাস। এই স্ট্যাটাস দেখতে হলে প্রার্থীদের প্রথমে চলে যেতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে তারপর সেখানে নোটিফিকেশন ২৭ আগস্ট পাওয়া যাবে সরাসরি লিঙ্ক আর সেখানে দেওয়া থাকবে সমস্ত কিছু।
সেখানে গিয়ে প্রথমে নিজের রেজিস্ট্রেশন নম্বর অথবা নাম এবং ডেট অফ বার্থ দিয়ে ফাঁকা জায়গা পূরণ করে এন্টার করতে হবে। তারপর ভেরিফিকেশন হবে এবং নেক্সট করতে হবে। যদি আপনার সমস্ত ডিটেলস ঠিকঠাক থাকে তাহলে আপনাকে আপনার স্ট্যাটাস স্ক্রিনে দেখিয়ে দেবে। রোল নাম্বার, পরীক্ষার ভেন্যু, আবেদনপত্র স্ট্যাটাস, পরীক্ষার টাইম সমস্ত কিছু তালিকা চলে আসবে।
এই বছর এই পরীক্ষার জন্য ৩০ লক্ষেরও বেশি প্রার্থী আবেদন করেছে। গোটা ভারতবর্ষ জুড়ে SSC CGL ২০২৪ এর পরীক্ষার প্রথম পর্যায় টিয়ার ১, আগামী ৯ থেকে ২৬ শে সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিদিন একাধিক শিফটের মাধ্যমে এই পরীক্ষা নেওয়া হবে। সকলকে বলব পরীক্ষার জন্য অবশ্যই নিজেদের এডমিট কার্ডের স্ট্যাটাস চেক করে নাও।।
আরও পড়ুন: Post Office Scholarship: ছাত্র-ছাত্রীরা ৬০০০ টাকা করে স্কলারশিপ পাবে
স্ট্যাটাস চেক এর সরাসরি লিংক | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |