২০২৫ সালে SSC পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ, জানুন বিস্তারিত!

Amit Sarkar

Updated on:

ssc exam 2025 schedule

SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন ভারত সরকার অধীনস্থ একটি সংস্থা। এই সংস্থাটি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের জন্য কর্মী নিয়োগের আয়োজন করে থাকে।SSC প্রায় প্রত্যেক বছরই বেশ কয়েকটি পরীক্ষার আয়োজন করে। 2025 সালে কোন কোন পরীক্ষা নেওয়া হবে তার সম্ভাব্য বিস্তারিত তালিকা প্রকাশ করেছে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে। নীচে সেই সম্ভাব্য পরীক্ষার তারিখ গুলো দেওয়া রয়েছে দেখে নিন এক নজর-

কম্বাইন গ্রাজুয়েট লেভেল পরীক্ষা: এই পরীক্ষার বিজ্ঞপ্তি এসএসসি প্রকাশ করবে ২২ এপ্রিল। যার আবেদন চলবে সম্ভবত ২১ শে মে পর্যন্ত। এবং সম্ভবত আগামী বছরের জুন জুলাই মাসে সিজিএল-এ টায়ার-১ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সিলেকশন পোস্ট এক্সামিনেশন পেজ ১৩: সম্ভবত এপ্রিল মাসের ১৬ তারিখে এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আবেদন প্রক্রিয়া চলবে মে মাসের ১৫ তারিখ পর্যন্ত। সম্ভবত জুন জুলাই মাসে নেওয়া হবে সেই পরীক্ষা।

কম্বাইন হায়ার সেকেন্ডারি (১০+২) পরীক্ষা: এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে সম্ভবত ২৭ মে ২০২৫ তারিখে। এবং এই পরীক্ষার আবেদন চলবে জুন মাসের ২৫ তারিখ পর্যন্ত। প্রথম টায়ারের পরীক্ষা কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে নেওয়া হবে। যা জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে হবে।

সাব ইন্সপেক্টর ইন দিল্লী পুলিশ এন্ড সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস পরীক্ষা: এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ১৬ ই মে। আবেদন প্রক্রিয়া চলবে জুন মাসের ১৪ তারিখ পর্যন্ত। এবং পরীক্ষাটি নেওয়া হতে পারে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে।

মাল্টি টাস্কিং (নন টেকনিক্যাল) স্টাফ এন্ড হাবিলদার পরীক্ষা: এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ২৬ শে জুন ২০২৫ তারিখে। আবেদন প্রক্রিয়া চলবে জুলাই মাসের ২৫ তারিখ পর্যন্ত। এবং সম্ভাব্য পরীক্ষাটি নেওয়া হতে পারে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে।

স্টেনোগ্রাফার গ্রেড সি এন্ড ডি পরীক্ষা: এই পরীক্ষায় বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ২৯ শে জুলাই। আবেদন প্রক্রিয়া চলবে আগস্ট মাসের ২১ তারিখ পর্যন্ত। এর সম্ভাব্য পরীক্ষা অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে হবে।

জুনিয়ার ইঞ্জিনিয়ার (সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল) পরীক্ষা: এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আগস্ট মাসের ৫ তারিখে এবং আবেদন প্রক্রিয়া চলবে আগস্টের ২৮ তারিখ পর্যন্ত। অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে প্রথম পেপারের পরীক্ষা নেওয়া হতে পারে।

কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেট পরীক্ষা: এই পরীক্ষার বিজ্ঞপ্তি ২৬ শে আগস্ট প্রকাশিত হবে এবং আবেদন প্রক্রিয়া চলবে সেপ্টেম্বরের ১৮ তারিখ পর্যন্ত। পরীক্ষাটি নেওয়া হতে পারে অক্টোবর বা নভেম্বর মাসে।

কনস্টেবল (এক্সিকিউটিভ) মেল এন্ড ফিমেল ইন দিল্লী পুলিশ পরীক্ষা: এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেপ্টেম্বর মাসের ২ তারিখে। এবং আবেদন প্রক্রিয়া চলবে অক্টোবরের এক তারিখ পর্যন্ত এবং পরীক্ষাটি হতে পারে নভেম্বর বা ডিসেম্বর মাসে।

কনস্টেবল (ড্রাইভার)- মেল ইন দিল্লী পুলিশ পরীক্ষা: পরীক্ষাটির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেপ্টেম্বরের ১৯ তারিখে এবং আবেদন প্রক্রিয়া চলবে অক্টোবরের ১২ তারিখ পর্যন্ত। এবং এই পরীক্ষা হতে পারে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে।

হেড কনস্টেবল নিয়োগের (দিল্লি পুলিশ) পরীক্ষা: এ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অক্টোবরের ৭ তারিখে এবং আবেদন প্রক্রিয়া চলবে নভেম্বরের ৫ তারিখ পর্যন্ত। এই পরীক্ষাটি নেওয়া হতে পারে ২০২৫ সালের ডিসেম্বর বা ২০২৬ সালের জানুয়ারিতে।

কনস্টেবল (জিডি) ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস, এনআইএ, এসএসএফ, এন্ড রাইফেল ম্যান (জিডি ) ইন আসাম রাইফেলস পরীক্ষা: ১১ নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং ১৫ই ডিসেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। ২০২৬ সালের মার্চ বা এপ্রিল মাসে হবে পরীক্ষা।

উপরোক্ত এই পরীক্ষাগুলি ছাড়াও এর পাশাপাশি আরও বেশ কয়েকটি পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৫ সালে কমিশন প্রকাশ করবে। এর মধ্যে চাকরি পাওয়া কর্মীদের দপ্তর বদলের পরীক্ষা নেওয়া হবে।

  • জেএসএ/ এনডিসি গ্রেড লিমিটেড ডিপার্টমেন্ট কম্পিটিটিভ পরীক্ষা
  • এসএসএ/ ইউডিসি গ্রেড লিমিটেড ডিপার্টমেন্ট কম্পিটিটিভ পরীক্ষা
  • সিলেকশন পোস্ট এক্সামিনেশন, ফেজ ১৩
  • এএসও গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ পরীক্ষা
  • গ্রেড স্টেনোগ্রাফার লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ পরীক্ষা
  • হেড কনস্টেবল (অ্যাসিস্ট্যান্ট ওয়্যারলেস অপারেটর /টেলি প্রিন্টার অপারেটর) ইন দিল্লি পুলিশ