SSC GD Constable Recruitment 2024 : শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ, জেনে নিন বিস্তারিত

SSC GD Constable Recruitment 2024: আবারো রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দারুণ সুখবর। ভারতীয় সেনাবাহিনীতে যারা যোগদান করতে চান তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। মাধ্যমিক পাস যোগ্যতার ভিত্তিতে স্টাফ সিলেকশন কমিশন ভারতীয় সেনার ৮ টি বিভাগে কনস্টেবল GD নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে।

নিয়োগ সংস্থাStaff Selection Commission
পোস্টের নামGD Constable
শূন্যপদ৩৯,৪৮১ টি
আবেদনের শেষ তারিখ১৪ অক্টোবর, ২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটssc.gov.in

SSC-র মাধ্যমে প্রায় 40 হাজার শূন্যপদে কর্মী নিয়োগ (SSC GD Constable Recruitment 2024)

বিজ্ঞপ্তি অনুযায়ী যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলার পুরুষ এবং মহিলা প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। এই প্রতিবেদন থেকে আপনারা এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন, আপনার সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

পদের নাম ও শূন্য পদ সংখ্যা (Post Name & Vacancy)

স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে GD Constable পদে কর্মী নিয়োগ করা হবে। যে বিভাগ গুলিতে কর্মী নিয়োগ হবে, সে বিভাগ গুলি হল- BSF, CISF, CRPF, SSB, ITBP, AR, SSF, NCB। তার জন্য মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ৩৯,৪৮১ টি। এই শূন্য পদ সংখ্যার মধ্যে পুরুষদের জন্য রয়েছে ৩৫,৬১২ টি ( UR – ১৫,০৯৪, EWS- ৩,৪৯৬, OBC- ৭,৭৪৭, ST – ৪,০২১, SC – ৫,২৫৪ টি) শূন্য পদ সংখ্যা। এবং মহিলাদের জন্য রয়েছে ৩,৮৫৯ টি (UR – ১,৬৮৮, EWS – ৩৫৫, OBC- ৮২৯, ST – ৪৩৩, SC – ৫৬৪ টি) শূন্য পদ।

বয়স সীমা (Age Limit)

যেসব প্রার্থীদের জন্ম তারিখ ২ জানুয়ারি ২০০২ থেকে ২০০৭ তারিখের মধ্যে অর্থাৎ প্রার্থীদের সর্বনিম্ন বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৩ বছরের মধ্যে হতে হবে। এছাড়া রিজার্ভ ক্যাটেগরির প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

মাসিক বেতন (Salary)

কেন্দ্রীয় সরকারের বেতন অনুযায়ী ভারতীয় সেনা এ পদগুলিতে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকার মধ্যে। NCB বিভাগের প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকার মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

এক্ষেত্রে আবেদনকারীদের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে।

আবেদন মূল্য

আবেদন মূল্য হিসেবে UR, OBC, EWS ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা করে দিতে হবে। SC, ST, মহিলা, এবং Ex Servicemen প্রার্থীদের আবেদন মূল্য দিতে হবে না।

নিয়োগ পদ্ধতি

আবেদনকারী প্রার্থীদের প্রথমে কম্পিউটার বেসিসে টেস্ট, ফিজিক্যাল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

শারীরিক যোগ্যতা

উপরোক্ত পদে আবেদন করে চাকরি পেতে গেলে পুরুষ প্রার্থীদের ২৪ মিনিটের মধ্যে ৫ কিমি দৌড় এবং ৭ মিনিটের মধ্যে ১.৬ কিমি দৌড় সম্পন্ন করতে হবে। এছাড়া ছাতির মাপ ৮০ সেন্টিমিটার, এবং এক্সপ্রেশন ৫ সেমি হতে হবে। পুরুষদের উচ্চতা হতে হবে ১৭০ সেমি।

মহিলাদের ক্ষেত্রে ৮.৩০ মিনিটের মধ্যে ১.৬ কিমি দৌড় এবং 5 মিনিটের মধ্যে ৮০০ মিটার দৌড় সম্পন্ন করতে হবে। এবং মহিলাদের উচ্চতা হতে হবে ১৫৭ সেমি।

কিভাবে আবেদন করতে হবে?

ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সবার আগে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিশিয়াল বিজ্ঞপ্তি টি ভালো করে পড়ে নিতে হবে। তারপর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। লগইন আইডি দিয়ে লগিন করার পর আবেদনপত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস এর ফটোকপি স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর আবেদন মূল্য জমা করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।

আরও পড়ুন: রাজের জেলায় আশা কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাস, দেখে নিন বিস্তারিত

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ হল ১৪/১০/২০২৪. এবং আবেদন করার সময় যদি কোন ভুল হয় তা সংশোধন করা যাবে ৫/১১/২০২৪ তারিখ থেকে ৭/১১/২০২৪ তারিখের মধ্যে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
অফিশিয়াল ওয়েবসাইটClick Here
Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত অমিত। তিনি চাকরির এবং পরীক্ষার রেজাল্ট বিষয়বস্তু খবর সম্পর্কিত তথ্য তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। অমিত সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।

শেয়ার করুন: