SSC MTS Application Status: দেখে নিন এমটিএস পরীক্ষা স্ট্যাটাস

By Amit Sarkar

Updated on:

SSC MTS Application Status

SSC MTS Application Status: স্টাফ সিলেকশন কমিশন দ্বারা আয়োজিত মাল্টি-টাস্কিং স্টাফ এবং হাভিলদার পদে নিয়োগের পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। সংস্থা ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ইস্টার্ন রিজন (ER) ও কলকাতা, কেরালা রিজন (KKR) এই দুটো এলাকার জন্য আবেদনকারীদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জানিয়ে দিয়েছে। এই স্ট্যাটাস থেকে পরীক্ষার্থীরা জানতে পাবে পরীক্ষার সেন্টার সহ এডমিট কার্ড গৃহীত হয়েছে কিনা।

SSC MTS Application Status: সরাসরি স্ট্যাটাস চেক

পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরিপ্রার্থীরা SSC MTS পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করেছিলেন তারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে নিজেদের স্ট্যাটাস চেক করতে পারবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য আবেদনকারীদের রেজিস্ট্রেশন নম্বর, জন্মতারিখ ও নাম লাগবে। স্ট্যাটাস চেক করার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই প্রতিবেদনের নিচে সরাসরি দিয়ে দেয়া হয়েছে তোমরা সেখানে গিয়ে নিজেদের স্ট্যাটাস চেক করে নিতে পারো। তবে পরীক্ষার্থীদের পরীক্ষার তারিখ কিন্তু রয়েছে ৩০ শে সেপ্টেম্বর থেকে ১৪ নভেম্বর ২০২৪ এর মধ্যে। পরীক্ষার্থীরা সেই স্ট্যাটাসের মধ্যে কোন তারিখে পরীক্ষা রয়েছে সে সমস্ত কিছু কিন্তু দেখতে পারবে।

আরও পড়ুন: এক নজরে দেখে নিন বর্তমানে কি কি চাকরির আবেদন চলছে, রইল ১০ টি চাকরির খবর

সরাসরি স্ট্যাটাস চেক লিঙ্কCheck Here
পরীক্ষার তারিখ30 সেপ্টেম্বর – 14 নভেম্বর 2024
Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।