SSC গ্রুপ B পদে নিয়োগ, শূন্য পদ সংখ্যা রয়েছে ৩১২ টি, দেখুন বিস্তারিত

SSC Recruitment 2024

আবারো ভারতের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। SSC -র মাধ্যমে হতে চলেছে আবার কর্মী নিয়োগ। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে ট্রান্সলেটর পদে কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা সরকারি চাকরি এবং মোটা অংকের বেতনের চাকরি খুঁজছেন তাদের জন্য রয়েছে সুখবর। ভারতের যেকোনো জায়গা থেকে প্রার্থীরা এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। এবার দেখে নেব আবেদন করতে হলে যোগ্যতা কি হতে হবে, বয়স কত কি লাগবে, বেতন কত করে দেবে, আবেদনের শেষ তারিখ কত ইত্যাদি বিষয়।

পদের নাম ও শূন্য পদ সংখ্যা

স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে একাধিক পোস্টে কর্মী নিয়োগ করা হবে। পোস্টগুলি হল Junior Translation Officer, Junior Hindi Translator /Junior Translator, এবং Senior Hindi Translator/Senior Translator। তবে এক্ষেত্রে মোট ৩১২টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদনকারীর বয়স সীমা

আবেদনকারীর সর্বনিম্ন বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। সেই বয়স ১/৮/২০২৪ অনুযায়ী হতে হবে। এছাড়া রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমায় ছাড় রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে মাস্টার ডিগ্রী অথবা ডিপ্লোমা ডিগ্রী করা থাকতে হবে। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করার আগে অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে শুনে বুঝে তারপর নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে।

মাসিক বেতন

উপরোক্ত পদ গুলিতে চাকরিরত প্রার্থীদের আলাদা আলাদা পোস্ট অনুযায়ী বেতন দেবে। সেক্ষেত্রে জুনিয়র ট্রান্সলেশন অফিসার এবং জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পদের জন্য প্রার্থীরা বেতন পাবে ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকার মধ্যে। আর সিনিয়র হিন্দি ট্রান্সলেটর/সিনিয়র ট্রান্সলেটর পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীরা বেতন পাবে ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকার মধ্যে।

আবেদন মূল্য

এক্ষেত্রে আবেদনকারীদের মধ্যে যারা মহিলা, SC, ST, PwBD, ExSM ক্যাটাগরির প্রার্থী রয়েছে তাদের আবেদন মূল্য হিসেবে কোন টাকা দিতে হবে না। এছাড়া অন্যান্য সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০ টাকা করে দিতে হবে।

নিয়োগ পদ্ধতি

আবেদনকারীদের সিলেকশন করার জন্য প্রথমে কম্পিউটার বেসিসে পরীক্ষা (Paper 1) নেওয়া হবে। তারপর paper 2 (Description Paper), তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থী বাছাই করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনের মাধ্যমে আবেদনের শুরু তারিখ হল ২/৮/২০২৪ এবং আবেদনের শেষ তারিখ হল ২৫/৮/২০২৪। অনলাইনের মাধ্যমে আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ হল ২৬/৮/২০২৪। আবেদনপত্রের ভুল ঠিক করার তারিখ হল ৪/৯/২০২৪ থেকে ৫/৯/২০২৪। কম্পিউটার ভিত্তিক পরীক্ষার সম্ভাব্য তারিখ হল অক্টোবর- নভেম্বর, ২০২৪।

আরও পড়ুন: ITBP Recruitment 2024: মাধ্যমিক পাস যোগ্যতায় করতে পারবে আবেদন

আবেদন পদ্ধতি

আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে এপ্লাই লিংক খুঁজে সেটাতে ক্লিক করে Combined Hindi Translator Examination, 2024, লেখার পাশে Apply বাটনে ক্লিক করতে হবে। তারপর রেজিস্ট্রেশন কমপ্লিট করে, লগন আইডি দিয়ে লগইন করার পর আবেদনপত্র সঠিক তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস এর ফটোকপি আপলোড করতে হবে। আবেদন মূল্য জমা করতে হবে। সঠিক টাইম ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে তার একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload
অনলাইন আবেদন লিঙ্কClick Here

শেয়ার করুন

শেয়ার করুন

সর্বশেষ আপডেট