রাজ্যের ব্লক দপ্তরে কর্মী নিয়োগ, বেতন রয়েছে ১৫০০০ টাকা

Staff Recruitment in Block Offices of the State

রাজ্যের চাকরি-প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। রাজ্যের অধীনস্থ একটি ব্লক দপ্তরের কর্মী নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আগ্রহী প্রার্থীরা আবেদন জানাতে পারবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আশা কর্মী প্রোগ্রাম কর্ডিনেশনের জন্য কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ সম্পর্কে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

পদের নাম ও শূন্য পদ সংখ্যা

সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেশন পদে কর্মী নিয়োগ করা হবে। যার জন্য মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ৩ টি। এক্ষেত্রে তিনটি শূন্য পদ কিন্তু তিনটি ব্লকের জন্য। ব্লকের নাম গুলি হল গোলপোখার I, গোলপোখার II এবং চোপড়া।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা

উপরোক্ত পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে সোশ্যাল সাইন্স, সোসিওলজি, সোশ্যাল অ্যানথ্রোপোলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, অথবা রুরাল ডেভেলপমেন্ট, মাস কমিউনিকেশন বিষয়ে স্নাতকোত্তর পাশ করা থাকতে হবে। এছাড়া যে কোন বিষয়ে স্নাতক পাস সহ স্বাস্থ্য বিভাগে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা

এক্ষেত্রে আবেদনকারীদের সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছরের মধ্যে হতে হবে। সেই বয়স কিন্তু ১-৭-২০২৪ অনুযায়ী হতে হবে।

বেতন

এক্ষেত্রে এই পদে নিয়োগ প্রাপ্ত চাকরিপ্রার্থীকে মাসে ১৫০০০ টাকা করে পারিশ্রমিক সহ ১৫০০ টাকা করে মোবিলিটি সাপোর্ট দেওয়া হবে।

আরও পড়ুন: অবশেষে রাজ্যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হল, ৬০১টি শূন্য পদে হবে প্রধান শিক্ষক নিয়োগ

আবেদন পদ্ধতি

আবেদন অফলাইনের মাধ্যমে করতে হবে। সেক্ষেত্রে সবার প্রথমে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে। তারপর জেলা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে নিয়ে সঠিক তথ্য দিয়ে সম্পূর্ণ আবেদন পত্রটি ফিলাপ করে সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি এটাচ করে মুখ বন্ধ করা খামে ঢুকিয়ে স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা- The Sub-divisional Officer & Member Secretary, Islampur Sub Divisional AT: Islampur, P.O: Islampur, Dist.: Uttar Dinajpur, Pin- 733202.

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শুরু তারিখ হল ৩১/৭/২০২৪ এবং আবেদনের শেষ তারিখ হল ২৩/৮/২০২৪।

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload
আবেদন করার লিঙ্কClick Here

শেয়ার করুন

শেয়ার করুন

সর্বশেষ আপডেট