গরমের ছুটি শেষ! কবে খুলবে স্কুল কলেজ? কী জানালো শিক্ষা দপ্তর

By Indrani Sarkar

Updated on:

গরমের ছুটি শেষ

গরমে ছুটি প্রায় শেষের পথে। গরমের ছুটির পরে কবে খুলবে রাজ্যের স্কুল কলেজ? এই নিয়ে শিক্ষা দপ্তরের নতুন একটি আপডেট দিল। জানা গিয়েছে ৩ রা জুন থেকেই নাকি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলতে চলেছে। তবে শিক্ষা দপ্তর আগে একটি নির্দেশিকা দিয়ে জানিয়ে দিয়েছিল যে ২ রা জুন থেকে স্কুল খুলবে তবে এদিন একদিন পর ধরে চলতে বলা হয়েছে তাই পরিস্থিতি যদি বদল না হয়ে থাকে তাহলেই ৩ রা জুন থেকেই রাজ্যের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলবে।

সূত্রের খবর অনুযায়ী রাজ্যের স্কুল দপ্তর প্রস্তুতি নিচ্ছে আগামী ৩ রা জুন রাজ্যের স্কুল কলেজগুলি খোলার। লোকসভা নির্বাচন শেষ হতে যাচ্ছে ১ ই জুন। আর তাছাড়াও প্রতিটি স্কুলে কিন্তু নির্বাচনের কারণে কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা হয়েছে। সেক্ষেত্রে স্কুলগুলি কি অবস্থায় রয়েছে তাও বিদ্যালয় পরিদর্শকের কাছ থেকে জানতে চেয়েছে স্কুল শিক্ষা দপ্তর। এছাড়াও শিক্ষা দপ্তর আরো জানিয়েছে যে গরমে ছুটির পর স্কুল খোলার পরে আরো অতিরিক্ত ক্লাস করাতে হবে। কারণ গরমের জেরে গত ২২শে এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগাম গরমের ছুটি সূচনা করেছিল রাজ্য যাতে ছাত্রছাত্রীরা অসুস্থ না হয়ে পড়ে।এতে করে ছাত্র ছাত্রীদের সিলেবাস শেষ করা হয়নি। এবার সেই ছুটি কাটিয়ে স্কুল খুলতে চলেছে। সম্ভবত ৩ রা জুন তারিখ থেকেই ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়া শুরু করবে।

আরও পড়ুন: পড়ুয়াদের মাসে ১০০০ টাকা দিচ্ছে সরকার, আবেদন করুন বিকাশ ভবন স্কলারশিপে

আসলে প্রতিবছর অনুযায়ী স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছিল যে এ বছরেও ৬ মে থেকে গরমে ছুটি পড়বে এবং রাজ্য সরকারি ও সরকার স্কুলগুলোতে। এবং সেই ছুটি শেষ হবে ২ রা জুন তারিখে, তবে হঠাৎ করেই এত তাপপ্রবাহ বেড়ে গিয়েছিল যে এপ্রিলের শেষ থেকে সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করে দিয়েছিল রাজ্য। অনেক দিন স্কুল কলেজ বন্ধ থাকার ফলে সিলেবাস শেষ করা হয়নি সেজন্য শিক্ষা দপ্তর বলেছে যে খুব গরমের ছুটির পর স্কুলগুলোতে কিন্তু বাড়তি ক্লাস করাতে হবে। সিলেবাস কমপ্লিট না হওয়ার কারণে চিন্তায় রয়েছে ছাত্র-ছাত্রী, অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকারা। এবার অবশ্য সেই স্কুল খোলার দিন চলে এল। আশা করছি ৩ রা জুন স্কুল গুলি খোলা হবে, সেই রকমই প্রস্তুতি নিচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর।

Indrani Sarkar

ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।