অমিত সরকার, কলকাতা: যত দিন যাচ্ছে তত যেন গরম বৃদ্ধি পাচ্ছে গোটা দেশজুড়ে পারদ যেন উপরের দিকে উঠছে। তবে চলতি বছরেও কিন্তু গরমের শুরুতেই দেখা গিয়েছে তীব্র তাপদাহ। আর এই প্রচন্ড গরমের জন্য পশ্চিমবঙ্গ বিভিন্ন রাজ্য শিক্ষক শিক্ষিকাদের গরমের ছুটি এবার বাড়তে চলেছে। তবে কতদিন থাকবে সেই ছুটি এবং কবে থেকে পড়বে ছুটি এ সমস্ত বিষয় নিয়ে নীচে আলোচনা করা হলো।
কোন রাজ্যে কবে থেকে ছুটি?
গরমের সময় সকলের শারীরিক সুস্থতার দিকটা দিকে লক্ষ্য রেখে প্রতি বছর সরকারের পক্ষ থেকে একটি ছুটি মঞ্জুর করা হয়। তবে বিভিন্ন খবর সূত্রে জানা যাচ্ছে যে এবার নাকি গরমে ছুটির দিন সংখ্যা আরো বাড়ানো হবে। তবে এই তীব্র তাপপ্রবাহের কারণে বেশ কয়েকটি রাজ্যে কিন্তু ছুটি শুরু হবে মে মাসের মাঝামাঝি থেকে, যেমন উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, ঝাড়খন্ড, তেলেঙ্গানা ইত্যাদি। এবার দেখে নেব কোন রাজ্য কবে থেকে ছুটি মঞ্জুর করছে।
- উত্তরপ্রদেশের ছুটি শুরু হবে ১৫ই মে থেকে।
- মধ্যপ্রদেশের ছুটি শুরু হবে ১৮ই মে থেকে।
- বিহারের ছুটি শুরু হবে ১৪ই মে থেকে।
- রাজস্থানের ছুটি শুরু হবে ১৩ই মে।
- দিল্লিতে ছুটি শুরু হবে ২০ মে থেকে।
- হরিয়ানায় ছুটি শুরু হবে ১৯ শে মে থেকে।
- তেলেঙ্গানায় শুরু হবে ২১ শে মে থেকে।
- ঝাড়খণ্ডে ছুটি শুরু হবে ১৯ মে থেকে।
ওপরের রাজ্য অনুযায়ী ছুটি শুরুর তারিখ গুলি দেওয়া হলেও স্কুল খোলার সম্ভাব্য দিন কিন্তু ঠিক করা হয়েছে জুলাই মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ হিসেব করলে দেখা যাবে যে একটানা প্রায় দুই মাসের কাছাকাছি ছুটির আনন্দে থাকতে পারে ছাত্র-ছাত্রীরা।
পশ্চিমবঙ্গের ছুটি
পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় গরম অনেকটাই বেশি দেখা যাচ্ছে এ বছর তাই গোটা বাংলা জুড়ে গরমের ছুটি প্রায় অনেকটাই এগিয়ে এসেছে। প্রচন্ড গরমের কারণে পশ্চিমবঙ্গের স্কুল কলেজের গরমের ছুটি শুরু হতে চলেছে এপ্রিলের ৩০ তারিখ থেকে। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কিন্তু বর্তমানে অতিরিক্ত গরমের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর ও রাজ্যের ছাত্রছাত্রীরা প্রায় দু মাস ছুটি পেয়েছিল আর এই বছর পরিস্থিতির বিবেচনা করে যদি ছুটি বাড়ানোর প্রয়োজন হয় তাহলে কিন্তু আবার ছুটি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
চিকিৎসকদের বক্তব্য
বর্তমানে দিন দিন গরম কেন বেড়ে চলেছে, গরম এতটাই বেড়ে চলেছে যে দুপুর বেলা রাস্তায় বেরোনোর যেন একটা ঝুঁকির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন চিকিৎসকরা মনে করছেন যে অত্যাধিক গরমে শিশুদের শরীরের উপর যাতে কোনরকম খারাপ প্রভাব না করে তার জন্য স্কুল শিক্ষা দপ্তরকে দায়িত্ব নিতে হবে। যেমন ক্লাসরুমে গরমে চাপে অনেক সময় ছাত্র-ছাত্রীদের মাথাব্যথা বমি অজ্ঞান হয়ে যাওয়ার মত শারীরিক সমস্যা দেখা দিতে পারে, সেই কারণেই এই প্রচন্ড গরমে স্কুল ছুটি একটি ভালো সিদ্ধান্ত। তবে দীর্ঘ এই ছুটি কিন্তু শুধুমাত্র আনন্দের জন্য নয় বরংচ সকলের স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেকটাই সাহায্য করবে।