স্বামী বিবেকানন্দ স্কলারশিপ Bank Account আপডেট, দেখে নাও কি সেই গুরুত্বপূর্ণ আপডেট!

By Indrani Sarkar

Updated on:

Swami Vivekananda Scholarship 2024-25

পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নির্মিত ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি একটি উল্লেখযোগ্য স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship)। সম্প্রতি বিকাশ ভবন থেকে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ আবেদন ও ব্যাংকের এটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। কি সেই আপডেট তা নিয়ে আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ Bank Account আপডেট ২০২৪

প্রায় কিছু কিছু মানুষ ব্যাংকের ছোট বিষয়গুলিকে বেশিরভাগ ক্ষেত্রে এড়িয়ে যায়, যার জন্য তাদের পরবর্তী সময়ে নানারকম সমস্যায় পড়তে হয়। ঠিক তেমনি কিছু সংখ্যক ছাত্রছাত্রীরা রয়েছে যারা এরকম করলে পরে স্কলারশিপ পেতে অসুবিধা হয়। এমনকি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংকের ট্রানজাকশন ফেল হয়ে যায়। যেহেতু বিভিন্ন রকম স্কলারশিপ এর টাকা ছাত্র-ছাত্রীদের নিজস্ব ব্যাংক একাউন্টে দেওয়া হয়, তাদের ব্যাংক অ্যাকাউন্ট চালু থাকা অত্যন্ত প্রয়োজন। তা ড়া সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেন আধার লিঙ্ক করা থাকে।

কি সমস্যার সম্মুখীন হতে হয় ছাত্রছাত্রীদের

জানা গেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর ক্ষেত্রে অধিকাংশ ছাত্রছাত্রী একটা কমন সমস্যা সম্মুখীন হয়।তা হলো মেজার একাউন্ট এবং মাইনর একাউন্টের সমস্যা। যেহেতু স্কলারশিপ দেওয়ার সময় নাবালক ছাত্র-ছাত্রীদের নিজস্ব ব্যাংক একাউন্ট খোলা হয়, সেটাকে মাইনর একাউন্ট বলে, যার অনেক রকম লেনদেন লিমিট রয়েছে। আবার সেই একাউন্টটা ছাত্রছাত্রীর ১৮ বছর হওয়ার পর KYC সম্পূর্ণ করে মেজর একাউন্ট করে নিতে হয়। অধিকাংশ ছাত্র ছাত্রী এই বিষয়টি না জানার কারণে তাদের স্কলারশিপের টাকা ব্যাংকে ঢুকতে পারেনা টাকা আটকে যায়। তাই ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমরা স্কলারশিপের আবেদন করার আগে অবশ্যই একবার ভালো করে দেখে নেবে যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটি ঠিকঠাক আছে কিনা।

কিভাবে ব্যাংক একাউন্ট মেজর করবেন?

ছাত্রছাত্রীরা খুব সহজেই নিজেদের মাইনর একাউন্ট বা স্টুডেন্ট একাউন্ট কে মেজর সেভিংস একাউন্টে পরিবর্তন করতে পারবে। এর জন্য ছাত্র-ছাত্রীদের কে প্রধান ব্যাংকের শাখায় গিয়ে একটি লিখিত আবেদনসহ নিজের KYC ডকুমেন্ট, যেমন- আধার কার্ড, প্যান কার্ড জমা করতে হবে। তারপরে ব্যাংক পরবর্তী ২৪ ঘন্টার মধ্যেই আপনার একাউন্টে KYC আপডেট করে মেজর করে দেবে। এই বিষয়টি সকলকে জানানোর জন্য অবশ্যই নিজেদের পরিচিতদের এই প্রতিবেদনটি শেয়ার করে দিবেন।

Indrani Sarkar

ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।